হেডিংলে: ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে শতরান হাঁকিয়েছেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ১৩৪ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর তার সঙ্গে সঙ্গেই টেস্ট ফর্ম্য়াটে ভারতের উইকেট কিপার ব্যাটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির মালিকও এখন বাঁহাতি এই তারকা। ধোনিকে টেক্কা দিয়ে কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেলেছেন পন্থ। তবে যে ফর্মে সাদা পোশাকের ক্রিকেটে পন্থ খেলেন, তাতে আগামীদিনে কিন্তু গিলক্রিস্টকেও টেক্কা দিতে পারেন। এমনকী বিশ্বের সর্বকালের সেরা টেস্ট উইকেট কিপার ব্যাটার হিসেবেও তাঁর নাম লেখা হতে পারে।

২৭ বছরের পন্থ এখনও পর্যন্ত ৪৪টি টেস্ট খেলেছেন। করেছেন ৩০৮২ রান। ৪৩.৪১ গড়ে ব্য়াটিং করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট টেস্টে ১৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া তালিকায় রয়েছেন জিম্বাবোয়ের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার অ্য়ান্ডি ফ্লাওয়ার। তিনি ১২টি শতরান করেছেন। লিস অ্য়ামস ৮টি ও এবি ডেভিলিয়ার্স ৭টি সেঞ্চুরি করেছেন উইকেট কিপার ব্যাটার হিসেবে। অর্থাৎ পন্থের যা বয়স তাতে ফর্ম ও ফিটনেস যদি আগামী ৬-৭ বছরও ধরে রাখতে পারেন এই তরুণ, তাহলে কিন্তু সবাইকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। 

শুধু সেঞ্চুরির তালিকাতেই নয়। রানের বিচারেও টেস্ট ফর্ম্য়াটে সবার ওপরে উঠে আসতে পারেন পন্থ। গিলক্রিস্ট মোট ৯৬ ম্য়াচে ৫৫৭০ রান করেছেন টেস্টে। যা উইকেট কিপার ব্যাটারদের তালিকায় সর্বাধিক রান। আর ২৫০০ এর মত রান পন্থ করতে পারলেই গিলিকে এই তালিকাতেও টপকে যাবেন বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্যাটার।  এদিকে, হেডিংলে টেস্টেই উইকেটের পেছনেও একটি মাইলস্টোন স্পর্শ করেছেন পন্থ। উইকেটের পেছনে এই ফর্ম্য়াটে ১৫০ ক্যাচের মালিকও এখনও তিনি। টেস্টে ধোনি ২৫৬ ক্যাচ নিয়েছেন। সৈয়দ কিরমানি ১৬০ টি ও ঋদ্ধিমান সাহা ১৩৫টি ক্যাচ নিয়েছেন। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় সবার ওপরে রয়েছেন মার্ক বাউচার। তিনি ৫৩২ ক্যাচ নিয়েছেন। এছাড়া অ্য়াডাম গিলক্রিস্ট ৩৭৯ ক্যাচ নিয়েছেন।

এদিকে, চলতি ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টে আবারও বুমরা প্রমাণ করলেন কেন তাঁকে অনেকেই বর্তমান বিশ্বের সেরা বোলার মনে করেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বল হাতে ৮৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়ে বুমরাই ভারতকে লিডসে প্রথম ইনিংসে লিড নিতে সাহায্য করলেন। শনিবারই SENA দেশগুলিতে সর্বাধিক উইকেট নেওয়া এশিয়ান ক্রিকেটার হয়ে গিয়েছিলেন বুমরা। টেস্ট কেরিয়ারে ১৪ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে নিলেন বুমরা।