কলকাতা : রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম । তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি বেঁধে গেল। ভাঙল বিজেপি বিধায়কের চশমা । অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয়, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন, মন্তব্য অধ্যক্ষের।  এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। 


মনোজ টিগ্গার জামা ছেঁড়ার অভিযোগ
বিধানসভায় মনোজ টিগ্গার জামা ছেঁড়ার অভিযোগ উঠল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ,  ‘চন্দনা বাউড়ি, তাপসী মণ্ডলকেও মেরেছে তৃণমূল’। সাদা পোশাকে পুলিশ, নিরাপত্তারক্ষীদের প্রথমে হামলা, তৃণমূলের বিরুদ্ধে কিল-ঘুষি-ধাক্কা মারার অভিযোগ শুভেন্দুর। অধ্যক্ষের সামনেই হামলা চালায় তৃণমূল, অভিযোগ শুভেন্দুর। পরিষদীয় দলের পক্ষ থেকে অধ্যক্ষকে অভিযোগ জানাব, হুঁশিয়ারি তাঁর। 


শুভেন্দুর অভিযোগ , পাল্টা ফিরহাদ 
' আজকে হাউসের ভিতরে যে অবস্থা হয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে, বিধায়করা ভিতরে নিরাপদ নয়' । ফিরহাদ বলেন, 'গুজরাতে সন্ত্রাস করছে, ইউপিতে সন্ত্রাস করছে, এখানেও এদের কাজ হচ্ছে সন্ত্রাস করা।' 


বিধানসভায় ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির
‘বিধানসভা চলছে, কেন বাইরে সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রীর? রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করা হল? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, দাবি বিরোধী দলনেতার। ‘প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন’
আপনারা হঠাৎ আজ এসব বলছেন কেন? প্রশ্ন অধ্যক্ষের। এরপরই বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি বেঁধে যায়। 


প্রেক্ষাপট 


চলতি বাজেট অধিবেশনের শেষ দিনে, রামপুরহাট হত্যাকাণ্ড ও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করে বিজেপি। কিন্তু, আগে থেকে নোটিস দেওয়া না থাকায়, সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই, বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম হয়। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি বেঁধে যায় । একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন বিধায়করা ।  নাক ফাটল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। পাল্টা ভাঙল বিজেপি বিধায়কের চশমা। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।