নয়াদিল্লি: রাশিয়ার (Russia) হামলায় বিধ্বস্ত ইউক্রেন (Ukraine)। সেই কথা স্মরণ করে 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস' (The Academy of Motion Picture Arts and Sciences) আজ অস্কারের মঞ্চে কয়েক মুহূর্ত নীরবতা পালন করল। স্লাইডের মাধ্যমে ইউক্রেনের প্রতি সমর্থন ও পাশে থাকার বার্তা দিতে দেখা যায় নির্মাতাদের। 'ফোর গুড ডেজ' ছবির গান 'সামহাও ইউ ডু' গানটি শ্রেষ্ঠ অরিজিন্যাল গান হিসেবে মনোনীত হয়। রেবা ম্যাকেন্টায়ারের (Reba McEntire) সেই গান পারফর্ম করার পরই পর্দায় ইউক্রেনের প্রতি বার্তা দেখা যায়।


ইউক্রেনের পাশে থাকার বার্তা


স্লাইডের মেসেজে লেখা ছিল, 'বর্তমানে নিজেদের দেশে আগ্রাসন, সংঘাত এবং কুসংস্কারের সম্মুখীন ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সমর্থন ও সহযোগিতা প্রদর্শন করে কয়েক মুহূর্ত নীরবতা পালন করতে চাই।'


বার্তায় আরও লেখা ছিল, 'যদিও সংঘাতের সময়ে আমাদের মানবতা প্রকাশ করার জন্য চলচ্চিত্র আমাদের একটি গুরুত্বপূর্ণ উপায়, কিন্তু বাস্তব হল ইউক্রেনের লক্ষ লক্ষ পরিবারে এখন খাদ্য, চিকিৎসা, যত্ন, বিশুদ্ধ পানীয় জল এবং জরুরি পরিষেবার প্রয়োজন। জিনিসের যোগান খুবই কম এবং "আমরা একত্রিত হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়" হিসেবে আরও বেশি কিছু করতে পারি। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যেকোনও উপায়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য।'


 






অন্যান্য অভিনেতারা


অনুষ্ঠান শুরুর আগে, 'অস্কার ২০২২'-এর রেড কার্পেটে বেশ কয়েকজন অভিনেতা ইউক্রেনের প্রতি তাঁদের সহমর্মিতা জানিয়েছিলেন। জো ওয়াকার, নিকোল কিডম্যান, জেসিকা চ্যাস্টেইন তাঁদের মধ্যে অন্যতম।


আরও পড়ুন: Ideas of India: ইভেন্টে পৌঁছতে চড়েছিলেন লোকাল ট্রেনে, এবিপি নেটওয়ার্কের 'আইডিয়াস অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে বললেন নওয়াজউদ্দিন