সমীরণ পাল, উত্তর পরগনা: বাগদা উপনির্বাচনের (Bagda Assembly By Election 2024) আগে, প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সৌজন্যের বার্তা দুই প্রার্থীর। মধুপর্ণা বললেন, উনি আমার আমার বাবার মত। আমি ওনাকে প্রণাম করেছি।'


 বাগদায় কংগ্রেস প্রার্থীর পায়ে হাত দিয়ে প্রণাম TMC প্রার্থী মধুপর্ণার


উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার উপনির্বাচন আগামী ১০ জুলাই । মনোনয়নপত্র জমা দেওয়ার পরে জোর কদমে প্রচার শুরু করেছে সব পক্ষ। শনিবার সকালে বাগদার হেলেঞ্চা বাজারে রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করে  সাংসদ মমতা ঠাকুর ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দোকানে দোকানে গিয়ে প্রচার করছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। হেলেঞ্চা বাজারের এক চায়ের দোকানে বসা ছিল কংগ্রেস প্রার্থী অশোক হালদার। কংগ্রেস প্রার্থীকে দেখে এগিয়ে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে মধুপর্ণা ঠাকুর। আশীর্বাদ চেয়ে নেয় তাঁর হয়ে , পাশে দাঁড়িয়ে ছিলেন মমতা ঠাকুর তিনিও আশীর্বাদ করতে বলেন। 


 আমি মধুপর্ণার থেকে বয়সে বড় আমাকে প্রণাম করেছে, এটা বাংলার সংস্কৃতি : কংগ্রেস প্রার্থী


এই বিষয়ে কংগ্রেস প্রার্থী অশোক হালদার জানিয়েছেন,' আমি মধুপর্ণার থেকে বয়সে বড় আমাকে প্রণাম করেছে। এটা বাংলার সংস্কৃতি । লড়াই লড়াইয়ের মত হবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর জানিয়েছেন, 'প্রচার করতে করতে কংগ্রেস প্রার্থীর সঙ্গে দেখা হয়েছিল।উনি আমার বয়োজ্যেষ্ঠ। আমার বাবার মত। আমি ওনাকে প্রণাম করেছি। এটা সৌজন্য। প্রচারে মহিলাদের ভালো সাড়া পাচ্ছি।'


আমাদের লক্ষ্য এই কেন্দ্র মমতাকে উপহার দেওয়া : মধুপর্ণা


বাগদা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মতুয়া বাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর। বুধবার বনগাঁ মহকুমা শাসকের কাছে নমিনেশন জমা দেন তিনি। নমিনেশন জমা দিতে প্রবেশের আগে মধুপর্ণা সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাগদার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ। এখন আমাদের লক্ষ্য এই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। তবে বাগদার বিজেপি দ্বন্দ্ব নিয়ে তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই। 


আরও পড়ুন, প্রবল বর্ষণে নদী বাঁধে ভাঙন, জলের নিচে প্রায় ৩০০ বিঘা জমি, আতঙ্কে কাঁটা প্রায় ৮০০ পরিবার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।