কলকাতা: মানিকতলা উপনির্বাচনের (Maniktala Assembly By Election 2024 ) ঠিক আগে, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের (Maniktala BJP Candidate Kalyan Chubey ) বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh )। অভিযোগ ফোন করে তৃণমূলের কুণালকে 'অফার' খোদ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের! আর এবার এই অভিযোগ উড়িয়ে মুখ খুললেন কল্যাণ। পাল্টা তোপ দেগে বিস্ফোরক তথ্য সামনে আনলেন তিনি। বললেন, 'BJP-তে যোগ দিতে চেয়েছিলেন কুণাল, কিন্তু নেওয়া হয়নি..' ।
'BJP-তে যোগ দিতে চেয়েছিলেন কুণাল..'
কল্যাণের দাবি, ২০১৯-এ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন কুণাল ঘোষ।বিজেপি কুণালকে নিতে চায়নি।কুণাল ঘোষের কথায় আমি তাঁকে ফোন করি। প্রার্থী হিসেবে ভোট চাইতে ফোন করেছিলাম। কোনও প্রস্তাব বা ঘুষ দিতে চাইনি।'কল্যাণ চৌবে আরও বলেন, 'সপ্তাহখানেক আগে বিজেপিতে আসতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন কুণাল। মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছিলেন কুণাল', পাল্টা বিস্ফোরক দাবি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। 'অডিও ক্লিপ এডিট করা হয়েছে, এমন কিছু আমি বলিনি', কুণালের দাবি খারিজ করে দাবি কল্যাণের।
উপনির্বাচনের আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের?
মূলত , এদিন কুণাল বলেন,'৭ জুলাই, রবিবার রাত সাড়ে ১১টায় ফোন করেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনের আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের? দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের ফোন। উপনির্বাচনে সহযোগিতার জন্য ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে।' কুণালের সংযোজন, 'ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের টোপ দিয়েছিলেন কল্যাণ। এআইএফএফ সভাপতি পদের অপব্যবহার করে টোপ দিয়েছিলেন কল্যাণ। অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে ক্রীড়াক্ষেত্রে টোপ দিয়েছিলেন বিজেপি প্রার্থী। মানিকতলা ভোটের আগে দলের সঙ্গে বেইমানি করার প্রস্তাব কল্যাণ চৌবের', অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।