কলকাতা: সব্জির দাম আকাশছোঁয়া, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee on Vegetable Price Hike)। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে। আলু, পেঁয়াজ, রসুন, বেগুন, সসা, কাঁচা লঙ্কা, টমেটো পটল, ভেন্ডি- সব কিছুর কিছুর দাম বেড়েছে। এখন সবাই বাজারে যেতে ভয় পাচ্ছে।' মূল্যবৃদ্ধির জন্য কাকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী ? 


'আগে রাজ্য, তার পরে বাইরে, পেঁয়াজ যাচ্ছে বাইরে'


মুখ্যমন্ত্রী বলেন, 'বর্ষা আসার পরেও দাম কমার কোনও লক্ষণ নেই। পেঁয়াজ আগের বার ছিল ৩৫ টাকা, এবার ৫০ টাকা। লাউ আগের বার ছিল ৪০ টাকা, এবার ৫০ টাকা। শশা আগের বার ছিল ৬০ টাকা, এখন ৭৫ টাকা। অন্য রাজ্যে আলুর দাম চলছে ৪৫ টাকা, পেঁয়াজ ৭০ টাকা। বাজারে পেঁয়াজের যা দাম, তা কমাতে হবে। সুফল বাংলা স্টলে ১০-১৫ শতাংশ কমে পাওয়া যাচ্ছে। শুধু নাসিকের পেঁয়াজের উপর ভরসা করলে চলবে না।'মুখ্যমন্ত্রীর প্রশ্ন, 'আমরা কেন চাষিদের কাছ থেকে আরও বেশি করে কিনছি না ? পেঁয়াজের স্টোরেজের জন্য ৪ হাজার পেঁয়াজ গোলা তৈরি করেছি। আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে।আগে রাজ্য, তার পরে বাইরে, পেঁয়াজ যাচ্ছে বাইরে', স্পষ্ট করেন মমতা।


'রাজ্যে সব্জির দাম বাড়বে কেন? ইচ্ছে করে চাহিদা তৈরি করা হচ্ছে'


তিনি আরও বলেন, আলুকেও শস্য বিমার আওতায় আনা হয়েছে। তাহলে রাজ্যে সব্জির দাম বাড়বে কেন? ইচ্ছে করে চাহিদা তৈরি করা হচ্ছে। কোল্ড স্টোরেজে পড়ে আছে ৪৫ লক্ষ মেট্রিক টন আলু। এত সুবিধে দেওয়ার পরেও, এত দাম নেওয়া হচ্ছে কেন? আগের বারেও নতুন আলু আসার পরেও পুরনো আলু পড়ে ছিল। কারা মজুত করছে, খোঁজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।


ভোটের পরেই দাম বাড়ছে, ইলেক্টরাল বন্ডের টাকা তুলছে : মুখ্যমন্ত্রী


মুখ্যমন্ত্রীর  হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবেন না। এর সুযোগে তোলাবাজি করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা। ফড়ে-রাজ বন্ধে টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম। টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা। ভোটের পরেই দাম বাড়ছে, ইলেক্টরাল বন্ডের টাকা তুলছে', মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে আক্রমণে মমতা।


আরও পড়ুন, ফোন করে কুণালকে 'অফার' BJP প্রার্থী কল্যাণের ! মানিকতলা উপনির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।