কলকাতা : লোকসভা ভোট মিটতে না মিটতেই, রাজ্য়ের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগেই মানিকতলার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। এবার রাজ্য়ের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা ৪টি বিধানসভা কেন্দ্রে আগামী ১০ জুলাই ভোট।  এই ৪টির মধ্য়ে ৩টিই ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। একটিতে জয়ী হয়েছিল তৃণমূল।



  • রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হল। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক। একুশের বিধানসভা ভোটে, রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু, ভোটে জিতে, ওই বছরেরই অক্টোবর মাসে, যোগ দেন তৃণমূলে। এবারের লোকসভা ভোটে, কৃষ্ণ কল্য়াণীকে রায়গঞ্জ কেন্দ্র থেকে, প্রার্থী করে তৃণমূল। সেই সময় বিধায়ক পদ ছেড়ে তৃণমূলের টিকিটে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি।

  • রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন মুকুটমণি অধিকারী। তিনি প্রাক্তন বিজেপি বিধায়ক।  বর্তমানে তৃণমূলে। লোকসভা ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন মুকুটমণি। 

  • বাগদায় মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল তৃণমূল। মমতাবালা ঠাকুরের মেয়ে তিনি। 

  • মানিকতলায় তৃণমূল প্রার্থী হলেন সুপ্তি পাণ্ডে। তিনি প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী।  

    রায়গঞ্জ ও রানাঘাট ২ টি লোকসভা আসনেই এবার জয়ী হয়েছে বিজেপি।  আর রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ বিধানসভাওয়ারি ফলাফলে চোখ রাখলে দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে ৯৩,৪০২ টি ভোট। যেখানে তৃণমূল পেয়েছে মাত্র ৪৬,৬৬৩ ভোট। অন্যদিকে, রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে ১,২৩,৫৬৮ ভোট।অন্যদিকে তৃণমূল পেয়েছে ৮৬,৬৩২ ভোট। আর এই ২ লোকসভা কেন্দ্রে যে ২ জন তৃণমূল প্রার্থীর কার্যত ভরাডুবি হয়েছে, ২ মাসের মধ্যে তাঁদেরকেই ফের টিকিট দিল দল। যদিও বনগাঁর পরাজিত তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে বাগদা বিধানসভা থেকে টিকিট দেয়নি দল। বদলে টিকিট দেওয়া হয়েছে ঠাকুরবাড়ির তরুণ প্রজন্মের সদস্য মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে। তৃণমূের তরুণ তুর্কী, ঠাকুরবাড়ির নতুন মুখ মধুপর্ণা জানালেন , 'একদম হঠাৎ হয়ে গেছে। আমি তো জানতামই না নেম অ্যানাউন্স হবে। অ্যানাউন্স হওয়ার পর মায়ের কাছে ফোন আসছে যে নাকি টিকিট দিয়ে দিয়েছে'আগামী ১০ জুলাই এই ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৩ জুলাই ফল প্রকাশ হবে।  

    আরও পড়ুন : 


    দুর্যোগের আঁধার উত্তরে, তিস্তা নদীতে হলুদ সতর্কতা, বন্ধ কালিম্পংয়ে জাতীয় সড়ক