সমীরম পাল, উত্তর ২৪ পরগনা : মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনকে ঘিরে আগ্রহ ছিল প্রথম থেকেই। বাগদায় মতুয়া প্রজন্মের নতুন মুখ, ২৫ বছর বয়সী মধুপর্ণাকে ভোট-রাজনীতিতে নামিয়েছে তৃণমূল। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনয়কুমার বিশ্বাস। বাগদা উপনির্বাচনের লড়াই এবার কার্যত ঠাকুর বনাম ঠাকুর। কংগ্রেসের হয়ে লড়াইয়ে অশোককুমার হালদার। ফরওয়ার্ড ব্লক প্রার্থী গৌরাদিত্য বিশ্বাস।  উঠতে রাজনীতির মুখ মধুপর্ণাকে নিয়েই ভোটের দিন বাঁধল বিতর্ক।

  


বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের মা মমতাবালা ঠাকুর। তিনি রাজ্যভার সাংসদ। তাঁর জন্য বরাদ্দ সাংসদ স্টিকার লাগানো বিশেষ গাড়ি। এবার লড়াইয়ের ময়দানে মেয়ে। মেয়ে মায়ের গাড়িতে উঠবে, তা আর এমন কী ব্যাপার। কিন্তু ভোটের আবহে তৃমমূলের প্রার্থী কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এমপি স্টিকার দেওয়া গাড়ি করে এলাকায় ঘরে বেড়াতে পারেন , উঠেছে প্রশ্ন। 


বাগদা বিধানসভা উপনির্বাচনের দিন, সকাল থেকে মা মমতাবালা ঠাকুরের সঙ্গে গাড়িতে ঘুরছিলেন বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। মমতাবালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর গাড়িতে লেখা রয়েছে,  গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এমপি। ভোটের দিন তৃণমূল প্রার্থী কীভাবে এধরনের গাড়ি নিয়ে এলাকায় ঘুরতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও মমতাবালা ঠাকুরের দাবি, এই গাড়ির নম্বার দিয়েই তাঁরা নির্বাচন কমিশন থেকে পাস তুলেছেন। তখন কেউ আপত্তি করেনি। ভোটযুদ্ধে মেয়ে কনিষ্ঠ প্রার্থী হওয়ার কারণেই তিনি গাইড করার জন্য সঙ্গে নিয়ে বেরিয়েছেন। সাফাই দিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মা।


লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে বাগদা আসনে এগিয়ে বিজেপি। বাগদায় গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট ১ লক্ষ ১২ হাজার ৭০৪। সেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ৯২ হাজার ৯০।  একুশের বিধানসভা ভোটে বাগদা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন তৃণমূল থেকে যাওয়া বিশ্বজিৎ দাস। পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে এবার লোকসভা ভোটে বনগাঁয় প্রার্থী হন তিনি। হেরে যান শান্তনু ঠাকুরের কাছে। রায়গঞ্জ ও রানাঘাট লোকসভা কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারীকে বিধানসভা উপনির্বাচনে দল ফের প্রার্থী করলেও, বাগদায় বিশ্বজিতের ক্ষেত্রে তা ঘটেনি। সেখানে বেছে নেওয়া হয়েছে মতুয়া ঠাকুর বাড়ির যুব-মুখ মধুপর্ণাকে। এখন বাগদায় কি ফুল বদল হবে ? নাকি একই থেকে যাবে ফল ? বলবে সময়। 


আরও পড়ুন  :


বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?