কলকাতা: ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী'।কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগ। সুকান্তকে শোকজ করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের।


দোরগড়ায় উপনির্বাচন। এদিকে যে কেন্দ্রগুলিতে ভোট হবে, অধিকাংশ জায়গাতেই নানাবিধ অভিযোগ উঠে আসছে। কোথাও গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠে আসছে। তবে 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে, ভোট কারচুপির' অভিযোগ বরাবরই করে এসেছে শাসকদল। আর ঠিক অপরদিকে, 'পুলিশ তৃণমূলের দলদাস', বরাবর অভিযোগ জানিয়ে এসেছে বিজেপি। তবে কার অভিযোগ ধোপে টিকবে, তা পুরোপুরি যাচাই করে নেবে কমিশনই।  এই উপনির্বাচনে পাল্লাভারী হবে কার, ফলপ্রকাশের পরেই কেবল তা জানা যাবে।


প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডে একদিকে চলছে প্রতিবাদ। এদিকে দোরগড়ায় বিধানসভা উপনির্বাচন। ১৩ নভেম্বর ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে পাঁচটা কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলের কাছে লড়াই, জেতা আসন ধরে রাখার। আর বিরোধীদের লক্ষ্য়, তৃণমূলকে ধাক্কা দেওয়ার। কী হবে, তা জানা যাবে তেইশে নভেম্বর, ভোটের ফলপ্রকাশের দিন।


২০২১ এর বিধানসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের মধ্যে, ৫টি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। অর্থাৎ তৃণমূলের সামনে চ্য়ালেঞ্জ আসন ধরে রাখার।আর বিরোধীদের লক্ষ্য় তৃণমূলকে ধাক্কা দেওয়ার। লোকসভা নির্বাচনে জিতে ব্যারাকপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা ভোটে জয়ী হন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। যদিও গত মাসে প্রয়াত হন তিনি।


অন্যদিকে, এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক জুন মালিয়া। ভোটে জিতে এখন তিনি এই কেন্দ্রেরই সাংসদ। তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। এদিকে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা লোকসভা নির্বাচনে লড়াই করেছেন আলিপুরদুয়ার থেকে। এই কেন্দ্র থেকে তিনি এখন বিজেপির সাংসদ। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবারের লোকসভা ভোটে জিতেছেন কোচবিহার কেন্দ্র থেকে। 


আরও পড়ুন, সংবিধান ও ন্যায়ের প্রতীক হাতে নিয়ে মিছিল, RG কর-কাণ্ডে ফের পথে জুনিয়র ডাক্তাররা


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।