UGC NET 2024: ইউজিসি নেট দেওয়া যাবে এই নতুন বিষয়েও, ডিসেম্বরেই পাবেন সুযোগ- প্রকাশ্যে সিলেবাসও

UGC NET December 2024: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরের নেটে এবারে থেকে আয়ুর্বেদ জীববিদ্যা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে।

Continues below advertisement

UGC NET December 2024: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সম্প্রতি একটি নতুন বিষয়ের উপর ইউজিসি নেট নেওয়ার কথা ঘোষণা করেছে। এই ডিসেম্বর মাসে যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আয়োজিত হতে চলেছে, সেখানে জুড়ে গিয়েছে একটি নতুন বিষয় (UGC NET 2024)। আগ্রহী প্রার্থীরা চাইলে এই নতুন বিষয়ে ইউজিসি নেট দেওয়ার জন্য আবেদন করতে পারেন ডিসেম্বর মাসের পরীক্ষা থেকেই। পাওয়া যাবে আবেদনপত্র এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC NET December 2024) ওয়েবসাইটে এই নতুন বিষয়ের সিলেবাসও প্রকাশ করা হয়েছে। কী সেই বিষয় ?

Continues below advertisement

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরের নেটে এবারে থেকে আয়ুর্বেদ জীববিদ্যা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে। ইন্টারডিসিপ্লিনারি চর্চা বাড়ানোর জন্য, ভারতের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের চর্চার উপর জোর দিতে এই বিষয়টিকে ইউজিসি নেটের অধীনে আনা হয়েছে। এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি জানিয়েছে ইউজিসি।

ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন সংযুক্ত বিষয়ের বিস্তারিত সিলেবাসও আপলোড করা হয়েছে। ugcnetonline.in ওয়েবসাইটে গেলে সহজেই এই বিষয়ের উপর পাঠ্যসূচি জানা যাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'বিগত ২৫ জুন ২০২৪ ইউজিসির বিশেষজ্ঞ কমিটির ৫৮১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ডিসেম্বর ২০২৪-এর নেট থেকে আয়ুর্বেদ জীববিদ্যাকে একটি নতুন বিষয় হিসেবে যুক্ত করা হবে।' এই বছর জুন মাসেই ইউজিসি বিপর্যয় মোকাবিলাকেও একটি নতুন অতিরিক্ত বিষয় হিসেবে সংযুক্ত করেছে বিষয় তালিকায়। বছরে দুবার করে নেট আয়োজন করে ইউজিসি, একটি হয় জুন মাসে এবং অপরটি ডিসেম্বরে।   

এর আগে এই বছরের জুন মাসে প্রথম পরীক্ষাটি হয়ে গিয়েছে যার ফলাফল প্রকাশ পেয়েছিল ১৭ অক্টোবর। ইউজিসি এবং এনটিএর ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ পেয়েছিল। বিষয়ভিত্তিক এবং ক্যাটাগরিভিত্তিক কাট অফ নম্বরও প্রকাশ পেয়েছিল এই ফলাফলের মধ্যে। ugcnet.nta.ac.in-এ গিয়ে আপনি সহজেই সেই ফলাফল দেখে নিতে পারবেন।

এই আয়ুর্বেদ জীববিদ্যার মধ্যে পাঠ্যসূচিতে রাখা হয়েছে মোট ১০টি অধ্যায়। সেগুলি হল –

১. আয়ুর্বেদের ইতিহাস ও বিকাশ

২. আয়ুর্বেদের দর্শন ও প্রাথমিক নীতিসমূহ

৩. শরীর রচনা ও ক্রিয়া

৪. পদার্থ বিজ্ঞান ও দ্রব্য বিজ্ঞান

৫. রসশাস্ত্র, ভেষজ কল্পনা এবং আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া

৬. রোগ জীববিদ্যা, মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি

৭. জেনেটিক্স, আয়ুর্জিনোমিক্স, কোশ ও আণবিক জীববিদ্যা

৮. শারীরবিদ্যা, জৈব রসায়ন, ন্যানোটেকনোলজি

৯. বায়োডাইভারসিটি, এনভায়রনমেন্টাল হেলথ, আইপিআর এবং অন্ত্রপ্রণরশিপ

১০. রিসার্চ মেথডোলজি, বায়োস্ট্যাটিক্স, আয়ুর্বেদ ইনফরমেটিক্স

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jobs in America: এই দেশগুলির ডিগ্রি থাকলে চাকরি হবে না আমেরিকায় ! কী নিয়ম রয়েছে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola