কলকাতা: পাখির চোখ ছাব্বিশের ভোট, ফের রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। কলকাতায় বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। সকালে এলেন বঙ্গ বিজেপির সহ নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব। আজ ফের বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব। বৈঠকে থাকবেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। বৈঠকে থাকার কথা বঙ্গ বিজেপির অন্যান্য নেতা-নেত্রীদেরও। একাদশীর দিনও কলকাতায় বৈঠক করেছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব।

Continues below advertisement

আরও পড়ুন, নাগরাকাটায় BJP সাংসদ ও বিধায়কের ওপর হামলায় গ্রেফতার আরও ২, ধৃতদেরও নাম নেই FIR-এ !

Continues below advertisement

পুজো মিটতেই বঙ্গ বিজেপির ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু। কলকাতায় এসে সম্প্রতি বৈঠক করেছিলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। সল্টলেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। উৎসব শেষ, ভোট-প্রস্তুতি শুরু। পুজো মিটতে না মিটতেই, ছাব্বিশের বিধানসভা ভোটের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল। তৃণমূল যখন বিজয়া সম্মেলনীর মোড়কে জনসংযোগে ঝাঁপাচ্ছে, তখন রণকৌশল তৈরি করতে, ময়দানে নেমে পড়ল বিজেপিও। দশমীর পরদিনই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষক। সল্টলেকে রাজ্য় বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করেছিলেন তাঁরা।  পুজোর আগে তিন তিনবার রাজ্য়ে ঘুরে গেছেন খোদ প্রধানমন্ত্রী। পুজোর আগে এবং পুজোর মধ্যে রাজ্যে এসেছেন অমিত শাহ। সূত্রের দাবি, এমাস থেকেই ধারাবাহিক কর্মসূচি শুরু করে দিচ্ছে বিজেপি। অক্টোবর ও নভেম্বরজুড়ে চলবে লাগাতার কর্মসূচি। জানুয়ারি থেকে দ্বিগুণ তৎপরতা নিয়ে এরাজ্য়ে ঝাঁপাবে বিজেপি।একাদশীতেই কলকাতায় এসে ছাব্বিশের প্রাথমিক 'স্ট্র্য়াটেজি মিটিং' সেরে ফেললেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। রাজ্য় বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে সল্টলেকে বিজেপি দফতরে হল বৈঠক। বৈঠকে ছিলেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য়রা।  সূত্রের দাবি, বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ উঠে আসে সুকান্ত মজুমদার ও শুভেনদু অধিকারীর বক্তব্যে। পশ্চিমবঙ্গে SIR-এর পর বিজেপির স্ট্র্যাটেজি কী হবে? তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি।২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী বিজেপি এগিয়ে ছিল ১২১টি আসনে। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি এরাজ্য়ে ৭৭টি আসনে জিতেছিল। ২০২৪ সালের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী তারা এগিয়ে ছিল ৯০টি আসনে। ছাব্বিশে কী হবে? সেটাই দেখার।