কলকাতা: নেত্রী দায়িত্ব দেওয়ার পরেই 'অধিনায়ক অভিষেক' পোস্টার শহরের নানা প্রান্তে। মুখ্যমন্ত্রীর লন্ডন যাওয়ার আগেই অভিষেকের সমর্থনে পোস্টার লাগানো হয়েছে। যাদবপুর, বাঘাযতীন থেকে পাটুলি-পোস্টারে পোস্টারে ছয়লাপ। তৃণমূলের আইটি সেলের কর্মীদের হয়ে এই পোস্টার দেওয়া হয়েছে। 


'অধিনায়ক অভিষেক' পোস্টার শহরে: ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন আট দিন পর। আর, তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকের মধ্য়ে দিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্বমহিমায় প্রত্য়াবর্তন ঘটেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এদিনের মন্তব্য় কি অভিষেকের অবস্থানকেই আরও দৃঢ় করল? গতকাল মুখ্যমন্ত্রী জানান, "দলের ব্য়াপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছেন এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আছেন। তাঁদের সঙ্গে আরও অন্য়ান্য়রা আছেন। তাঁরা দেখে রাখবেন।'' আর তার ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ কলকাতাজুড়ে পোস্টার-পতাকা দেওয়া হয়েছে। নেত্রীর নির্দেশে সংগঠনে প্রত্যাবর্তনের পরেই অভিষেকের সমর্থনে এই পোস্টার। 'অধিনায়ক অভিষেক' লেখা রয়েছে তাতে।                 


তৃণমূলের অন্দরে ফের স্বমহিমায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। গত শনিবারের ভার্চুয়াল বৈঠকে, কার্যত ২০২৬-এর লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা। তৃণমূল সূত্রে খবর, শনিবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতে ও শেষে অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে 'আমাদের সবার নেতা' বলে সম্বোধন করেন তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সীও।                                   


এরপর থেকেই সোশাল মিডিয়ায় অভিষেক-স্তুতি চরমে ওঠে। কোনও পোস্টে লেখা হয় ,আগামীকে মানতে হবে অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। কেউ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি পোস্ট করে লেখেন, পোলা তো নয়, আগুনের গোলা। তৃণমূলের শিক্ষা সেল থেকে অপসারিত নেতা ও ওয়েবকুপার প্রাক্তন সহ সভাপতি
মণিশঙ্কর মণ্ডল সোশাল মিডিয়ায় লেখেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র সোশাল মিডিয়ায় লিখেছিলেন, সেনাপতি ছিলেন, আছেন, থাকবেন এবার ২৬-এ পথ দেখাবে সেনাপতি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের শনিবারের বৈঠকের পর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির, পুরুলিয়া জেলার অপসারিত সভানেত্রী সোনালি বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লেখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার নেতা, আমার গর্ব।