অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বিধানসভা ভোটের বছরখানেক বাকি থাকতেই ধর্মের ধ্বজা তুলে প্রচার-যুদ্ধে তৃণমূল ও বিজেপি। গেরুয়া শিবিরের 'হিন্দু-হিন্দু ভাইভাই' প্রচারকে কটাক্ষ করে, পাল্টা হোর্ডিং ও ফ্লেক্স দিল তৃণমূলের IT সেল।
বছর ঘুরলেই ভোটের বাদ্যি বাজবে রাজ্যে। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়া থেকে হুগলি, একাধিক জেলায় দলের তরফে দেওয়ালে লেখা হয়েছে - 'হিন্দু, হিন্দু, ভাই ভাই, ছাব্বিশে বিজেপির সরকার চাই।' তাকে নিশানা করে পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূল। কোনও হোর্ডিংয়ে লেখা হয়েছে, হিন্দু-হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। আবার কোনও হোর্ডিংয়ে লেখা হয়েছে, হিন্দু-হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। কোথাও আবার লেখা হয়েছে, হিন্দু-হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। উত্তর কলকাতার স্টার থিয়েটারের সামনে থেকে শুরু করে শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকা, এমন একাধিক হোর্ডিং ও ফ্লেক্স পড়েছে। তৃণমূলের আইটি সেলের কটাক্ষ, হিন্দুদের ভাই সাজার নাটক করে হিন্দুদেরই সর্বনাশ করে বিজেপি। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, সংগঠনের তরফে কলকাতার পাশাপাশি জেলাতেও এই ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে এবার হিন্দুত্বকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। হিসেব অনুযায়ী এখনও প্রায় এক বছর বাকি। তার আগে থেকেই ২৬-এর বিধানসভা ভোটের আগে ক্রমশ 'হিন্দু-বাণে' শান দিচ্ছে বিজেপি। হুগলিতে হিন্দু ভোট এককাট্টা করতে এবার ফ্লেক্সকে হাতিয়ার করেছে বিজেপি। হিন্দুত্বের বার্তা দিয়ে বিজেপির তরফে চুঁচুড়া শহরজুড়ে দেওয়া হয়েছে ফ্লেক্স। যেখানে লেখা রয়েছে,'হিন্দু হিন্দু ভাই, ২৬-এ এবার বিজেপি চাই'। যে ফ্লেক্সে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হুগলি সাংগঠনিক জেলার বিজেপির নতুন সভাপতি গৌতম চট্টোপাধ্য়ায়। ফ্লেক্স দেওয়ার কথা স্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। তার আগে বাঁকুড়াতেও দেখা যায় এই ছবি। বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা দেওয়া হয়। কোথাও দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। বিজেপির অভিযোগ, ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই এই প্রচার। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে তারা অনেকটাই জমি হারিয়েছে।
আরও পড়ুন: Rose Valley Money Refund: রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু, কীভাবে ফেরত পাবেন অর্থ?