উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এ বার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) সরানোর প্রস্তুতি। শুক্রবার, বিধানসভায় পেশ করা হবে ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল। অন্যদিকে, আজও বিধানসভা (West Bengal BJP) থেকে ওয়াকআউট করে বিজেপি (BJP)।


আরও দায়িত্ব থেকে রাজ্যপালকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ


রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পর এ বার ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ কর্তার পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তুতি। চলতি বিধানসভার অধিবেশনে ৩৫টি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তাব বিধানসভায় পাস হয়েছে। এছাড়াও, ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরানোর প্রস্তাব পাস হয়েছে।

এতদিন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে, ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং জুডিশিয়াল মেম্বারদের নিয়োগ করতেন রাজ্যপাল। এবার, রাজ্যপালের সেই ক্ষমতা খর্ব করার প্রক্রিয়া শুরু হল।


এক্ষেত্রে রাজ্যপালের জায়গায় আসবে রাজ্য সরকার। রাজ্য সরকার হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনালের নিয়োগ করবেন। অন্যদিকে, বুধবার বিধানসভায় পেশ হল...The West Bengal ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল। এত দিন জেলা স্বাস্থ্য আধিকারিকদের হাতে স্বাস্থ্য বিষয়ক লাইসেন্স দেওয়ার ক্ষমতা ছিল। এই বিল আইনে পরিণত হলে, তাঁরা রেজিস্ট্রেশনও করতে পারবেন।


আরও পড়ুন: Sovan-Baishakhi Update: রত্না 'অপ্রাসঙ্গিক', বললেন বৈশাখী, 'ওদের নিয়ে কথা বলতে চাই না', মন্তব্য দুলালের


এই বিল সংক্রান্ত আলোচনার সময় তৃণমূলের বিধায়করা বলেন, স্বাস্থ্যসাথী দেশের মধ্যে নজিরবিহীন। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা মেলে। চিকিৎসক পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে।এর পাল্টা, বিজেপির তরফে বলা হয়, জেলায় জেলায় বিল্ডিং তৈরি হলেও, নেই চিকিৎসক ও নেই চিকিৎসা পরিকাঠামো। বেশিরভাগ জায়গাতেই স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা মেলে না।  প্রতিমাসে অন্তত দেড় লক্ষ মানুষ বাইরে যান চিকিৎসার জন্য। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা যদি এত ভাল হয়, তাহলে চোখ দেখাতে সাংসদকে কেন বিদেশে যেতে হয়?


বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি-র


পাল্টা, তৃণমূলের তরফে বলা হয়, করোনার সময় বিজেপি শাসিত রাজ্য গুজরাতে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। উত্তরপ্রদেশে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল মৃতদেহ। এর পরই রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমী বলেন, "বাম জমানায় কাজ হয়নি শুনেই ওয়াকআউট করে চলে গেল, আসলে বসে থাকার ধৈর্য্য ওদের নেই।" চলতি অধিবেশনেই ল্যান্ড রিফর্ম ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা হবে।