আশাবুল হোসেন, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, কলকাতা : দুয়ারে পঞ্চায়েত ভোট ( Panchayet Poll 2022 ) ! আর তারই সঙ্গে কি দুয়ারে বোমা-গুলিও? বোমা-বারুদের ছোবলে ক্ষত-বিক্ষত হচ্ছে গ্রামবাংলা ( West Bengal Panchayet Poll 2022 ) ! অবিরাম ঝরছে রক্ত ! ছিন্নভিন্ন হচ্ছে শিশু দেহ! গুলিবিদ্ধ হচ্ছে পুলিশ! নিন্দায় সরব হচ্ছে বিরোধী দলগুলি।
বঙ্গের বিভিন্ন জেলা উত্তপ্ত হয়ে ওঠা নিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য, সুজন চক্রবর্তী নিন্দে করে বলেন, বারুদের স্তূপের ওপর রয়েছে বাংলা !
সোমবার রাতে বসিরহাটে তৃণমূলের ( TMC ) গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে গিয়ে পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দিয়েছে! আর এরইমধ্যে মঙ্গলবার মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে আহত হল ২ শিশু ! নিত্যদিন এভাবেই যেন চলছে গুলি-বোমা!
Anubrata Mandal : ইডির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল
গত বুধবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় তৃণমূল কর্মী মামার ঘরে মজুত করা বোমা বিস্ফোরণে প্রাণ যায় ৯ বছরের ভাগ্নির!
একই দিনে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বোমা ফেটে জখম হয় ২ কিশোর! দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া যে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে নাবালকদের ওপর বোমা ছুড়তেও পিছপা হয়নি! একই ভাবে বীরভূমের সাঁইথিয়ায় বহড়াপুরে বোমা বিস্ফোরণে হাত-পা উড়ে যায় তৃণমূল কর্মীর। মারাত্মক আহত হয় এক নাবালক।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমাবাজিতে হাতের আঙুল উড়েছে তৃণমূল কর্মীর ! এভাবেই প্রায় প্রতিদিন...লাগাতার...বোমা-বারুদের গন্ধে ভারী হচ্ছে আকাশবাতাস। স্কুল চত্বর থেকে বাজার, যত্রতত্র উদ্ধার হচ্ছে অস্ত্র। বোমা! বারুদের স্তুপে গ্রামবাংলা!
যাচ্ছে প্রাণ। ক্ষতবিক্ষত দেহ। এই প্রসঙ্গে বিরোধী পক্ষ যত সরব হচ্ছে, শাসক দল বিরোধী পক্ষেরই ষড়যন্ত্র খুঁজছে এর মধ্যে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, ' এসব বিরোধীদের চক্রান্ত। পুলিশ এত অস্ত্র উদ্ধার করছে। বিজেপি চাইছে এনআইএ-সিবিআই লাগাতে'
এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। বঙ্গ রাজনীতির আকাশে ঘনাচ্ছে কালো মেঘ ! আর সেই মেঘের বুক চিরে মাঝেমধ্যেই ঝরছে রক্ত!