ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, সাঁইথিয়া : ওসি হুমকি দিতে এলে তাঁকে বেঁধে রাখুন। বীরভূমে (Birnhum) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) সুরে হুমকি বিজেপি (BJP) নেতার! সাঁইথিয়া থানার ওসিকে বেঁধে রাখার বিধান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের আহ্বায়ক উত্তম রজক। নিন্দা করেছে তৃণমূল (TMC)। কোনও মন্তব্য করতে চাননি সাঁইথিয়া থানার ওসি। 


পুলিশকে শাসানি 


কংগ্রেসের (Congress) পর এবার বিজেপি। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মুখে বীরভূমে পুলিশকে ফের শাসানি আরও এক বিরোধী নেতার। পুলিশের বিরুদ্ধে দলের কর্মী সমর্থকদের হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগে রবিবার সাঁইথিয়া থানায় ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। সেখানেই ওসিকে বেঁধে রাখার কথা শোনা যায় বিজেপি নেতার গলায়।


বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির আহ্বায়ক উত্তম রজক বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনে লড়াই করুন। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিন। এই প্রসেনজিৎবাবুর মতো ওসিরা আপনাদের পঞ্চায়েত নির্বাচনে যেখানে থ্রেট দিচ্ছে, দরকার হলে সেখানে তাঁকে বাঁধুন। তাঁকে বাঁধুন, বেঁধে বলুন, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। আমরা প্রার্থী দেব। আপনার হুমকির সঙ্গে আমরা কোনও রকম আপোস করব না বন্ধু।'


পরে ব্যাখ্যা


কিন্তু হঠাৎ করে সাঁইথিয়া থানার ওসিকে উদ্দেশ্য করে এমন কথা কেন বলতে গেলেন বিজেপি নেতা? উত্তম রজক বলেছেন, 'ওসি আমার নগর মণ্ডলের সভাপতিকে হুমকি দিচ্ছেন। বলছেন সভা বৈঠক কম করো। আমার ওপর তৃণমূলের চাপ রয়েছে। পকসো আইনে কেস দেব। কেন উনি কি লাইসেন্সপ্রাপ্ত মাস্তান? প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দিলে বলা হয়েছে বেঁধে রেখে খবর দিন।' তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ বা বিজেপি নেতার হুঁশিয়ারি, জিজ্ঞাসা করা হলে, কোনও বিষয়েই প্রতিক্রিয়া দিতে চাননি সাঁইথিয়া থানার ওসি। 


নতুন নয় পুলিশকে হুমকি 


পুলিশকে হুমকি-হুঁশিয়ারির এই ছবি লালমাটির জেলায় নতুন নয়! এক নয়, একাধিকবার বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে পুলিশকে হুমকি দিতে শোনা গেছে অতীতে। তবে গরুপাচার মামলায় আপাতত তিনি জেলবন্দি। কিন্তু তাতেও থেমে নেই উর্দিধারীদের লক্ষ্য করে হুমকি-হুঁশিয়ারি।


সম্প্রতি বীরভূমের হাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে গুলি মন্তব্যের প্রসঙ্গ টেনে, পুলিশকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা দত্ত। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, হুমকি-হুঁশিয়ারির পারদ ততই চড়ছে, শাসক থেকে বিরোধী, বাদ যাচ্ছে না কেউই!


আরও পড়ুন- হকের চাকরির দাবিতে রাজপথে নামছে আন্দোলনকারীদের 'মহাজোট', কাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল