কলকাতা: রাজ্যজুড়ে মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার ও RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের (RG Kar hospital doctor death case) দাবিতে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত একটানা কর্মসূচি নেওয়া হল বঙ্গ বিজেপির (West Bengal BJP) তরফে।


মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়া ময়দান থেকে কলকাতার ধর্মতলা মেট্রো স্টেশন পর্যন্ত। জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেও বিক্ষোভকারীদের থামাতে পারেনি পুলিশ। পরে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় নবান্ন অভিযানের জেরে ১০৩ জন পুরুষ ও ২৩ জন মহিলা বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি বিক্ষোভকারীদের ইটবৃষ্টি ও মারধরের ফলে ১৫ জন পুলিশ কর্মী জখম হন।


এরপরই গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে লালবাজার অভিযান করা হয় বঙ্গ বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি নবান্ন অভিযানকে আটকানোর জন্য পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধ ডাকার কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পরে সন্ধ্যায় বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত একটানা কর্মসূচির ঘোষণা করা হয়।


বঙ্গ বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়, রাজ্যের মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার ও আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে একাধিক কর্মসূচি নিয়েছে তারা।


২৮ অগাস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। ২৯ অগাস্ট ধর্মতলায় ধর্না ও অবস্থান করা হবে। ৩০ অগাস্ট বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে রাজ্য মহিলা কমিশনের অফিসে অভিযান করা হবে। দলমত নির্বিশেষে এই অভিযান সমস্ত মহিলাকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের অফিস ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি বিডিও অফিসে দিনভর ধর্নার কর্মসূচি রয়েছে বিজেপির। আর ৬ সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি মণ্ডলে দুপুর ১২টা থেকে ২ টো পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছে তারা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Suvendu Adhikari: রাষ্ট্রপতি শাসন জারি হোক রাজ্যে, নতুন করে ভোট হোক, রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দুর