কলকাতা: রাজ্য বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তার প্রশ্নে ওয়াকআউট। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তা নিয়ে আজ মুলতবি প্রস্তাব পেশ করেন বিজেপি-র মহিলা বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। শেষ পর্যন্ত বিধানসভা থেকে ওয়াকআউট করেন। (West Bengal BJP)


বুধবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। বলা হয়, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পশ্চিমবঙ্গে মহিলারা এখন আর সুরক্ষিত নন। শিশুদের উপরও নির্যাতন ঘটছে। সরকার এবং পুলিশ এ ব্যাপারে উদাসীন।" (West Bengal Assembly)


সেই নিয়ে বিজেপি-র মহিলা বিধায়করা একটি মুলতবি প্রস্তাব বিধানসভায় উত্থাপন করেন। অধ্যক্ষ বিমান সেই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, আলোচনার কোন সুযোগ দেননি বলে অভিযোগ করেন তাঁরা। সেই নিয়ে  প্রতিবাদে নিজেদের আসনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়করা। কেন মহিলা নির্যাতনের ঘটনা ঘটছে তা নিয়ে স্লোগান দেন। এর পরই বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। 


বিধানসভা থেকে বেরিয়ে এদিন কলকাতার রাস্তায় নামেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান করছেন তাঁরা। রবীন্দ্র সদন থেকে বেকবাগানের উদ্দেশে বিজেপি বিধায়কদের মিছিল এগিয়ে চলেছে। হাতে পোস্টার, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল। বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে পথে নেমেছে বিজেপি। (Bangladesh News)


বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের হাতে ডেপুটেশন তুলে দেবেন বিজেপি নেতারা। বাংলাদেশ হাই কমিশনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে। শুভেন্দু-সহ আটজনকে ভিতরে ঢোকারপ অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি-র মিছিলে রয়েছে অগ্নিমিত্রা পাল, শিখা চট্টোপাধ্য়ায়, চন্দনা বাউড়ি। তিনি জানান, নিশঃর্ত মুক্তি চান চিন্মকৃষ্ণের। সেই দাবিই নিয়েই এই অভিযান। শুভেন্দু জানিয়েছেন, চিন্ময়কৃষ্ণকে অবিলম্বে মুক্তি দিতে হবে বলে দাবি জানাচ্ছেন তাঁরা।


বাংলাদেশের ঘটনায় সীমান্ত অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি। তৃণমূলও বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত।  চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের প্রস্তুতির সময় ব্যাপক ধরপাকড় চলে। আওয়ামি লিগের মোট ৬ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় চলছে বিক্ষোভ-অবরোধ। তার আঁচ এসে পড়েছে কলকাতাতেও।