অ্যাডিলেড: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy 2024) প্রথম টেস্টে অধিনায়ক ছিলেন তিনি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সিরিজে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ১-০ ব্য়বধানে ভারতের এগিয়ে যাওয়ার নেপথ্যে ছিলেন জসপ্রীত বুমরাই। দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট নিয়েছেন। তারমধ্য়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। প্রাক্তন ইংল্যান্ড কিংবদন্তি মাইক আথারটন মনে করেন বুমরার বিরুদ্ধে ব্যাট করা অনেকটা দুঃস্বপ্নের মত এখনের প্রজন্মের ব্যাটারদের জন্য। 


স্কাই স্পোর্টসে প্রাক্তন ইংরেজ অধিনায়ক নাসের হুসেনেরক সঙ্গে এক আলাপচারিতায় আথারটন বলেন, ''আমি বিশ্বাস করি এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বুমরা। নতুন বলে ওই দুটো স্পেল। ওকে দেখলে আমি একটাই বিষয় ভাবি যে ভাগ্যিস আমি অবসর নিয়ে নিয়েছি। আমাকে ওর বিরুদ্ধে খেলতে হয় না। বুমরা অনেকটা দুঃস্বপ্নের মত। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পিচে যে ভাবে বল স্য়ুইং করায়, তা সত্যিই ভয়ঙ্কর।''


পারথ টেস্টের প্রসঙ্গে মুখ খুলে আথারটন বলেন, ''অস্ট্রেলিয়া এভাবে কখনও নিজেদের ঘরের মাঠে হারেনি। এই হার ওদের বিরাট ধাক্কা দিয়েছে। তবে আমি টেস্ট ম্য়াচ বিশাল উপভোগ করেছি। প্রথম দিনেই খেলার উত্তেজনা আলাদা মাত্রা ছাড়িয়েছিল। কারণ প্রথম দিনেই ১৭ উইকেট পড়েছিল। পিচে কতটা কঠিন লড়াই করতে হয়েছিল তা এর থেকেই বোঝা যাচ্ছে।''


ইংল্যান্ডের মাটিতে এর আগে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন বুমরা। সেই ম্য়াচেও এজবাস্টনে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। পারথে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে নেতৃত্বে দিয়েছিলেন বুমরা। সেই ম্য়াচেও জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। আগামী ৬ ডিসেম্বর থেকে অ্য়াডিলেডে সিরিের দ্বিতীয় টেস্ট। তবে সেই ম্য়াচে ভারত অধিনায়ক হিসেবে ফিরছেন রােহিত শর্মা।


 



 


 


The Indian team will leave for Canberra on Wednesday, November 27 where the entire team is expected to attend an official reception thrown in their honour by the Australian Prime Minister Anthony Albanese.


The two-day Pink ball match will give the Indian team a chance to get some game time under its belt.


PMXI is a squad full of youngsters but India will get some good match practice with pacer Scott Boland expected to play the game.