উত্তর ২৪ পরগনা: নৈহাটি উপনির্বাচনের আগের দিন অর্জুনকে CID তলব। ১২ নভেম্বর ভবানীভবনে বিজেপি নেতা অর্জুন সিংহকে তলব। ২০২০ সালে ভাটপাড়া পুরসভায় ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ।
দুর্নীতির অভিযোগে উপনির্বাচনের আগের দিন অর্জুনকে CID তলব
CID সূত্র মারফৎ খবর, পুরসভার তৎকালীন চেয়ারম্যান অর্জুনকে CID নোটিস। সাক্ষী হিসেবে অর্জুনকে CID-র আর্থিক দুর্নীতি দমন শাখার তলব। 'এক সপ্তাহ আগেও অর্জুন সিংহকে তলব, কিন্তু আসেননি। উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আসেননি অর্জুন। তাই উপনির্বাচনের প্রচার শেষ হতেই ফের হাজিরার নোটিস।' ভবানীভবনে অর্জুন সিংহকে CID তলব নিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, 'রাজনৈতিক উদ্দেশ্যেই ভোটের আগের দিন বিজেপি নেতাকে তলব।'
ঠিক কী হয়েছিল ?
ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে অর্জুন সিংহ-র বিরুদ্ধে। ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগেই অর্জুন সিংহকে তলব করা হয়েছে। উল্লেখ্য, বছর ছয়েক আগে অবৈধভাবে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ব্যাঙ্কের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়। এরপর জানা যায়, ২০১৮র অক্টোবরে দু-দফায় কাগজে কলমে সবমিলিয়ে ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে। কিন্তু সেই টাকা যায় অন্য অ্যাকাউন্টে। এই দুর্নীতিতে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন সিইও চন্দ্রনাথ ভট্টাচার্যেরও। ঘটনায় এক আধিকারিক-সহ ওই ঠিকাদারকেও গ্রেফতার করা হয়।
এই ঘটনাতেই নাম জড়িয়ে ছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের, চালানো হয় তল্লাশিও
এই ঘটনাতেই নাম জড়িয়ে ছিল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁর বিরুদ্ধে ১৩ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ ওঠে। আর এই টাকা ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের। এই ঘটনায় তল্লাশিও চালানো হয় সাংসদের বাড়িতে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অর্জুন সিংহ।
আরও পড়ুন, 'নির্লজ্জ..',বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনায় সরব শুভেন্দু
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।