নয়াদিল্লি: আবার সেই মিগ, আগরায় দুর্ঘটনায় বায়ুসেনার বিমান। চলছিল অনুশীলন। আর সেই সময়েই আচমকা আগুন লাগে বলে জানা গিয়েছে। তবে অল্পের জন্য পাইলট-কো পাইলটের রক্ষা মিলেছে বলেই খবর।
চলতি বছরে বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল নেপাল
সম্প্রতি বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল নেপাল। বিমানে থাকা ১৯ জনের মধ্যে ১৮ জনেরই মৃত্যু। কিছু মাস আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। টেকঅফের সময় দুর্ঘটনা ঘটেছিল। ভেঙে পড়ার পর আগুন ধরে যায় সূর্য এয়ারলাইন্সের পোখরাগামী বিমানে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ক্রু এবং যাত্রী-সহ মোট ১৯ জন ছিলেন। নেপাল সরকারের তরফে ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন একজন। খারাপ আবহাওয়ায় টেকঅফের সময় চাকা স্কিড করে দুর্ঘটনা বলে অনুমান করা হয়েছিল।
মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলির মধ্যে আরও একটি হল কেরলের কোঝিকোড় বিমান দুর্ঘটনা
মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলির মধ্যে আরও একটি হল কেরলের কোঝিকোড় বিমান দুর্ঘটনা। কয়েক বছর আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মৃত ১৮ জনের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ক্যাপ্টেন দীপক সাঠে। এদিকে সেসময়টা ছিল তাঁর মায়ের ৮৪তম জন্মদিন। মায়ের জন্মদিনে ছেলের তাঁকে চমকে দেওয়ার ইচ্ছে ছিল। প্রয়াত পাইলটের ভাইপো যশোধন সাঠে জানিয়েছেন, দীপক ঠিক করেছিলেন, আচমকা নাগপুরের বাড়ি হাজির হয়ে মাকে অবাক করে দেবেন তিনি।
'মায়ের জন্মদিনে বাড়ি আসার কথা ছিল..'
দুর্ঘটনার বছর, মার্চ মাসে বাবা মায়ের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল, তারপর থেকে তিনি বাড়ির বাইরে। তবে ফোনে যোগাযোগ রাখছিলেন নিয়মিত। তাঁর সঙ্গে শেষবার কথা হয় বাবা মায়ের। ক্যাপ্টেন তাঁর কয়েকজন আত্মীয়কে বলেন, বিমান পেলে ঝপ করে মায়ের জন্মদিনে একবার বাড়ি ঘুরে আসবেন। কিন্তু তার আগেই ঘটে গিয়েছিল কোঝিকোড়ের বিমান দুর্ঘটনা।
আরও পড়ুন,আজ RG কর-মামলার জোড়া শুনানি, প্রথম চার্জশিটে সঞ্জয়ের নাম, আদালতে পেশ সন্দীপ-সহ ঘনিষ্ঠদের..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।