কলকাতা: আরজিকর কাণ্ড থেকে শুরু করে আলিপুরদুয়ার, একের পর এক ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। ফের তৃণমূলের সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাংলায় রক্ষকই ভক্ষক, ভোটবাক্সে জবাব দিন।'

টবাংলায় মহিলারা সুরক্ষিত নন, ভোটবাক্সে এর জবাব দিন'

উল্লেখ্য, ১৩ নভেম্বর উপনির্বাচন আছে  আলিপুরদুয়ারের মাদারিহাটে। আর এদিন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে নামেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর সমর্থনে গয়েরকাটার মিছিল বিরোধী দলনেতার। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল শেষে শুভেন্দু অধিকারী বলেন, 'বাংলায় রক্ষকই ভক্ষক।পৃথিবীর কোথাও এমন পাবেন না। আর জি কর থেকে ফালাকাটা, একের পর এক ঘটনা ঘটছে। বাংলায় মহিলারা সুরক্ষিত নন। ভোটবাক্সে এর জবাব দিন' , বলেন বিরোধী দলনেতা।

বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের ফালাকাটার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন গ্রামের মহিলারা। জটেশ্বর এলাকায় পথ অবরোধ করেন গ্রামবাসীরা। শিশুর পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে যান ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন শিশু কন্যার পরিবারের সদস্যরা। মনা রায় ও মনোরঞ্জন রায় নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।

ঠিক কী হয়েছিল ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সকালে বাড়ির বাইরে খেলা করতে করতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুকন্যা।বেশ কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে মনা রায় ও মনোরঞ্জন রায় ওরফে ভক্ত নামে দুই স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে।   গণ ধোলাইতে মৃত্যু হয় মনা রায়ের। মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছে ফালাকাটা থানার পুলিশ।  

আরও পড়ুন, RG করের নির্যাতিতার স্মরণে হাওড়ায় বোনফোঁটা, আয়োজনে পরিবেশবিদ সুভাষ দত্তর সংস্থা

অপরদিকে, নারী সুরক্ষার বার্তা দিতে গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করল বামপন্থী ছাত্র, যুব ও মহিলা সংগঠন। ফোঁটার মন্ত্রেও ছিল নতুনত্ব। বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা, এই মন্ত্র উচ্চারণ করে বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্যও। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।