West Bengal Sagardighi Bypoll : সাগরদিঘির ৭১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
Sagardighi By-Election Live : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। ২৪৬টি বুথেই কেন্দ্রীয় বাহিনী। মহিলা পরিচালিত একটি বুথ
সাগরদিঘির ৭১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। শাসকদলের বহিরাগত জমায়েতের প্রতিবাদ করাতেই অশান্তি, দাবি বায়রন বিশ্বাসের। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধেই বহিরাগত-তত্ত্ব তৃণমূলের
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে সাগরদিঘি উপনির্বাচন। দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৩ শতাংশ
ভোট চলাকালীন বিজেপি প্রার্থী দিলীপ সাহার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল। সামসাবাদ হাইস্কুলে পরিদর্শনে গিয়ে
বুথের ২০০ মিটারের মধ্যে থাকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন বিজেপি প্রার্থী। অথচ গেরুয়া শিবিরের প্রার্থীকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বুথে ঢুকতে দেখা যায়। এই ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
সাগরদিঘির ৭১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। শাসকদলের বহিরাগত জমায়েতের প্রতিবাদ করাতেই অশান্তি, দাবি বায়রন বিশ্বাসের। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধেই বহিরাগত-তত্ত্ব তৃণমূলের।
সাগরদিঘির ৭১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। শাসকদলের বহিরাগত জমায়েতের প্রতিবাদ করাতেই অশান্তি, দাবি বায়রন বিশ্বাসের। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধেই বহিরাগত-তত্ত্ব তৃণমূলের।
সাগরদিঘি উপ নির্বাচনে বিক্ষিব্প অশান্তি। কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে হাজি জুবেদ আলি বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথে পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।
সংঘাতের আবহেও রাজনৈতিক সৌজন্যের ছবি। সামসাবাদ হাইস্কুলে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সঙ্গে সৌজন্য বিনিময়
করেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
মায়ের হয়ে ভোট দিচ্ছেন মেয়ে। হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের ২১০ নম্বর বুথে এমনই ঘটেছে বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী দিলীপ সাহা।
বুথের বাইরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার ছবি ধরা পড়ল ঘুগড়িডাঙা প্রাথমিক বিদ্যালয়ে। ২৩৫ ও ২৩৬ নম্বর বুথের ঘটনা। বুথের দেড়শো মিটার দূরে তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস জোটের কর্মী, সমর্থকদের দেখা গেল নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করতে। বাম, কংগ্রেস কর্মীরা ভুল হয়েছে বলে স্বীকার করলেও, তৃণমূল ও বিজেপির সাফাই, ভোটারদের বোঝাতেই এই প্রচেষ্টা।
সাগরদিঘিতে এবার তৃণমূলের নিশানায় পুলিশ। কংগ্রেস প্রার্থীদের সুবিধা করে দেওয়ার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ।
হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে উত্তেজনা। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যেপাধ্যায়ের অভিযোগ, তাঁকে প্রথমে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে বুথে ঢোকেন তৃণমূল প্রার্থী। ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করছে বিজেপি, দাবি তৃণমূল প্রার্থীর।গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সাগরদিঘি উপনির্বাচন নিয়ে কড়া নির্বাচন কমিশন। ভোট চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত করা হবে না। বিভিন্ন জায়গায় জমায়েতের খবর মিলছে। ৫৪ নম্বর বুথে জমায়েতের খবর এসেছে বলে জানাল নির্বাচন কমিশন।
সাগরদিঘি উপ নির্বাচনে বিক্ষিব্প অশান্তি। কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে হাজি জুবেদ আলি বিদ্যাপীঠের ৫৪ নম্বর বুথে পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।
সাগরদিঘি উপ নির্বাচন ঘিরে কড়া বার্তা কমিশনের। ভোট চলাকালীন বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত বরদাস্ত নয়। বিভিন্ন জায়গায় জমায়েত প্রসঙ্গে বার্তা নির্বাচন কমিশনের। ৫৪ নম্বর বুথে জমায়েত নিয়েও খবর কমিশনে, সূত্রের খবর। বেলা ১১টা পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়েছে প্রায় ৩২ শতাংশ
সাগরদিঘির ভোটে বিক্ষিপ্ত অশান্তি। সামসাবাদে তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা।অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী। বাহিনী নিয়েই বুথে ঢুকলেন বিজেপি প্রার্থী। কংগ্রেস প্রার্থী বুথে ঢোকায় অশান্তি।
সাগরদিঘির ৭১ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। শাসকদলের বহিরাগত জমায়েতের প্রতিবাদ করাতেই অশান্তি, দাবি বায়রন বিশ্বাসের। পাল্টা কংগ্রেসের বিরুদ্ধেই বহিরাগত-তত্ত্ব তৃণমূলের।
প্রেক্ষাপট
কলকাতা : মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ( Sagardighi Bypoll ) ভোটগ্রহণ শুরু। সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় (Debashis Banerjee)। বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ সাহা (Dilip Saha) । কংগ্রেস দাঁড় করিয়েছে বায়রন বিশ্বাসকে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা।
সাগরদিঘি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা ২৪৬। এর মধ্যে একটি অক্সিলিয়ারি বুথ। মহিলা পরিচালিত একটি বুথও রয়েছে। উপনির্বাচনে ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন। উপনির্বাচন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
বুথগুলিকে ২২টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছে ক্যুইক রেসপন্স টিম। নজরদারি চালাতে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। প্রতিটি বুথের বাইরে মোতায়েন থাকবে ২ জন লাঠিধারী পুলিশ কর্মী। বুথের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ২ মার্চ সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -