কলকাতা:  উপনির্বাচনে মুখোমুখি লড়াইয়ে বিজেপি-র প্রাক্তন বনাম বর্তমান নেতৃত্ব। আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) প্রার্থী করেছে তৃণমূল (TMC)। তাঁর বিরুদ্ধে অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) প্রার্থী করল বিজেপি। বালিগঞ্জ (Ballygunje) বিধানসভা কেন্দ্রে আবার বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে কেয়া ঘোষকে (Keya Ghosh) প্রার্থী করল দল।


শুক্রবার দোলের দিন উপনির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। তাতেই অগ্নিমিত্রা এবং কেয়ার নাম সামনে এসেছে। এর আগে, আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন অগ্নিমিত্রা। ওই কেন্দ্র থেকে জয়লাভ করে বর্তমানে বিজেপি-র বিধায়ক তিনি। কেয়া এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র। বিজেপি থেকে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। আগামী ১২ এপ্রিল উপনির্বাচন রয়েছে।



আরও পড়ুন: Holi Wishes 2022: দোলে বৈচিত্র, সৌহার্দ্যের বার্তা মমতার, 'জীবন রঙিন হোক' ট্যুইটে হোলির শুভেচ্ছা মোদির


২০১৪ এবং ২০১৯’এর লোকসভা ভোটে আসানসোল থেকে বিজেপির প্রতীকে জেতেন বাবুল সুপ্রিয়। গতবছরের সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তাই আসানসোল কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে অভিনেতা এবং প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নকে। সেখানে সিপিএম প্রার্থী করেছে পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়কে।  এ বার বিজেপি আসানসোলে প্রার্থী করল বিধায়ক অগ্নিমিত্রাকে।
অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা আসন খালি হয়েছে। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে, আসানসোলের প্রাক্তন সাংসদ এবং বিজেপি ছেড়ে আসা বাবুলকে। সেখানে সিপিএমের প্রার্থী সায়রা শাহ হালিম। এ বার বিজেপি বালিগঞ্জে প্রার্থী করল কেয়াকে। দু’টি কেন্দ্রেই কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা করেনি।