কলকাতা: দোল উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সকলকে দোলের শুভেচ্ছা। জমকালো উত্সব আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। বৈচিত্র, সৌহার্দ্য, ও সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক। ট্যুইটে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


 






 






হোলি উপলক্ষে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, আপনাদের সবাইকে হোলির শুভেচ্ছা। পারস্পরিক ভালোবাসা, স্নেহ ও ভ্রাতৃত্বের প্রতীক এই রঙের উৎসবে আপনাদের জীবন আনন্দে রঙিন হয়ে উঠুক। ট্যুইটে লিখেছেন প্রধানমন্ত্রী। 


 






হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ট্যুইটারে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা রাহুল গান্ধীরও। কংগ্রেস সাংসদ লিখেছেন, যে উত্সব হৃদয়ের সঙ্গে হৃদয়কে জোড়ে, সেই হোলি উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। দেশজুড়ে রঙের উত্সব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা।  হোলির আনন্দে মেতেছে ব্রজধামও। উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে বিশেষ পূজার্চনা। বৃন্দাবনে সপ্তাহখানেক ধরে হোলি উত্সব পালন করা হয়। মন্দির নগরী বারাণসীর পথঘাটও হোলির রঙে রঙিন। মন্দিরে মন্দিরে রঙের উৎসব পালন। দশাশ্বমেধ ঘাটে চলছে রঙের খেলা।