সৌভিক মজুমদার, কলকাতা : আইআইটি খড়গপুরের (IIT Kharagpore) ছাত্রের রহস্যমৃত্যুতে (Unnatural Death of Student) নয়া মোড়। মৃত ফৈজান আহমেদের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দেহ তুলে দ্বিতীয়বার করতে হবে ময়নাতদন্ত (Post Mortem), নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha)।


মাটি থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ


এখন আর একবার করা ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভরসা করা যাচ্ছে না। খড়গপুর IIT'র পড়ুয়া ফৈজান আহমেদের রহস্যমৃত্যুর মামলায়, তদন্ত নিয়ে গত ২০ ফেব্রুয়ারি এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এবার মাটি থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্তে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার শুনানি হয়, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি বলেন, এক মাসের মধ্যে সম্পন্ন করতে হবে দ্বিতীয় ময়নাতদন্ত। এবং তা করতে হবে চিকিৎসক অজয়কুমার গুপ্তর পর্যবেক্ষণে। 


অস্বাভাবিক মৃত্যু ও ঘটনাক্রম


গত বছর ১৪ অক্টোবর, খড়গপুর IIT’র হস্টেল থেকে তৃতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ার পচা-গলা দেহ উদ্ধার হয়। মৃত ফৈজান আহমেদ (২৩) বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এই ঘটনায়, CID তদন্ত বা SIT গঠনের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার। মামলার শুনানিতে বিচারপতি মান্থার ভর্ৎসনার মুখে পড়ে আইআইটি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। গঠন করা হয় বিশেষজ্ঞ কমিটি।                               


হাইকোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাওয়ার পরেই নতুন করে ময়না তদন্তের নির্দেশ দিল আদালত। মৃত ছাত্রের মাথার পিছনে ভারী কিছুর আঘাত রয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। বলা হয়, হাতের শিরা কেটে আত্মহত্যার দিকে নজর ঘোরানোর চেষ্টা হতে পারে। মামলার পরবর্তী শুনানি, ৩০ জুন।                                                                                                               



আরও পড়ুন- ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের