প্রদ্যোৎ সরকার, নদিয়া: পারিবারিক বচসার জেরে ছেলের হাতে গুলিবিদ্ধ হলেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়ার চন্দনপুর গ্রামে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।


ঠিক কী ঘটেছে?


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চন্দনপুরের বাসিন্দা রাহুল শেখের সঙ্গে তার বাবা টেঙা শেখের জোর বচসা শুরু হয়। সেই ঝগড়া পৌঁছয় সপ্তমে। স্থানীয়দের অভিযোগ, সেই সময় হঠাৎই রাগে উন্মত্ত রাহুল বন্দুক বের করে তাঁর বাবাকে গুলি করতে যায়। 


এই ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়ে তাঁর মা। বাবা-ছেলের বচসা থামাতে উদ্যোত হয়ে ঘরে ছুটে যান রাহুলের মা পূন্নি বিবি। এদিকে ততক্ষণে বন্দুকের ট্রিগার ছেড়ে দিয়েছেন রাহুল। ছেলেকে বাধা দিতে গেলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে পূন্নি বিবির পেটে গুলি লাগে সেই সময়। 


এই ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পুন্নি বিবিকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি শুরু করলে চিকিৎসকরা তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 


এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক ছেলে রাহুল। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


আবার পূর্ব বর্ধমানে রাত জেগে গেম খেলতে বাধা দেওয়ায় মাকে ধারাল অস্ত্রের কোপ দেয় ছেলে। দিন কয়েক আগেই এই ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরে। রাত জেগে গেম খেলা নিয়ে দাদা ও মায়ের সঙ্গে তাঁর প্রায়ই অশান্তি হত। সেই ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা। 


অন্যদিকে, বাড়িতে লুঠের চেষ্টা বাধা দেওয়ায় মাকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমানে। অভিযোগ, লুঠের উদ্দেশ্যে বাড়িতে ঢোকে স্থানীয় দুষ্কৃতী। প্রৌঢ়া বাধা দেওয়ায় তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে যায়। কল্পনা রুইদাসের অভিযোগ, রাত যখন শুয়ে ছিলেন তখন আচমকা এক যুবক তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। পরিবারের সদস্যরা ছুটে এলে ওই দুষ্কৃতী পালিয়ে যায়।