সুমন ঘড়াই, কলকাতা: গত বছর সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) ট্রেলার আসে প্রকাশ্যে। এরপর থেকেই বিতর্কের ঝড় ওঠে। অনেকেই এই ছবিকে নিষিদ্ধ ঘোষণার আবেদন জানিয়েছিলেন। মুক্তি পাওয়া নিয়েও সমস্যা দেখা যায়। এবার এই ছবি নিয়ে বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাংলায় নিষিদ্ধ করা হল 'দ্য কেরালা স্টোরি'।


বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'


'দ্য কেরালা স্টোরি' ছবিকে নিষিদ্ধ করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কোনও হলে যদি 'দ্য কেরালা স্টোরি' চালানো হয় তাহলে সঠিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 'দ্য কেরালা স্টোরি' দেখালে রাজ্যের শান্তিশৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে। এই ছবিতে এমন দৃশ্য আছে যা অশান্তিতে উস্কানির আশঙ্কা সৃষ্টি করে বলে দাবি। 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, 'রাজনৈতিক দলগুলি বর্ণবাদ, ডিভাইড অ্যান্ড রুল পলিসির আগুন নিয়ে খেলে। কেন এই 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি? এক দলের মানুষকে অসম্মান করার জন্য। কেন এই 'দ্য কেরালা স্টোরি'? যদিও আমি সিপিএমকে সাপোর্ট করি না। ওরাও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। আমার বদলে ওদের উচিত ছিল এই ছবির সমালোচনা করা।' তাঁর মতে এই ছবিতে গল্প বিকৃত করা হয়েছে। ফলে এই ছবি যাতে বাংলায় কোথাও দেখানো না হয় সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


মুখ্যমন্ত্রী এদিন জানান যে 'দ্য কেরালা স্টোরি' যে যে প্রেক্ষাগৃহে চলছে তাদের মালিককে বলা হবে এই ছবি বন্ধ করার জন্য। কাল থেকেই এই ছবির সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হবে। যদি এরপরও কোনও হলে এই ছবি দেখানো হয় তাহলে সেই হলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


আরও পড়ুন: Summer Skin Care Tips: গরমের দিনে বেরোতেই হচ্ছে বাড়ির বাইরে, ব্যাগে গুছিয়ে নিন এই জিনিসগুলি 


গত ৫ মে মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত ছবি 'দ্য কেরালা স্টোরি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদাহ্ শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানি। তৃতীয় দিন অর্থাৎ মুক্তির পর প্রথম রবিবার এই ছবি ১৬ কোটি টাকার ব্যবসা করে। অর্থাৎ ৫ মে মুক্তির পর থেকে এই ছবি মোট ৩০ কোটি টাকার ব্যবসা করেছে। তরণ আদর্শের ট্যুইটেই স্পষ্ট শনিবার এই ছবির ব্যবসা বৃদ্ধি পায় ৩৯.৭৩ শতাংশ, রবিবার ব্যবসা বৃদ্ধি পায় ৪২.৬০ শতাংশ।