মাদ্রিদ: মাইলের পর মাইল হেঁটে যেতে পারেন তিনি। রাস্তায় নামলেও পেরে ওঠেন না অনেকেই। স্পেনের রাজধানী মাদ্রিদেও তার অন্যথা হল না। সাতসকালে ফের সেখানে জগিংয়ে বেরোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরের মতো শনিবারও শাড়ি, হাওয়াই চটি এবং শাল গায়েই মাদ্রিদে শরীরচর্চা সারলেন তিনি। (Mamata in Madrid)


সপ্তাহান্তে ছুটির মেজাজ স্পেনের রাজধানীতে। সাইকেল, স্কেটিং বোর্ড নিয়ে সকাল সকালই তাই বেরিয়ে পড়েন বহু মানুষ। রাস্তায় নেমে হাঁটাহাঁটির পাশাপাশি দৌড়তেও দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। ছুটির মেজাজে খোশগল্পও সারছিলেন তাঁরা। সেই আবহে এদিন সকালে আবারও মাদ্রিদের রাস্তায় নামলেন মমতা। স্থানীয়দে সঙ্গে সারলেন আলাপচারিতাও।


শাড়ি এবং শাল গায়ে দিয়েই এদিন রাস্তায় নামেন মমতা। ঠান্ডা থেকে বাঁচতে গায়ে ছিল শালও। প্রথমে কিছুদূর হেঁটেই পেরোন। তার পর শুরু করেন জগিং। ঘাম ঝরতে শুরু করলে খুলে ফেলেন শাল। তার পরিবর্তে গায়ে জড়িয়ে নেন শাড়ির আঁচল। মমতার সঙ্গে এদিনও রাস্তায় নামেন তৃণমূলের রাজ্ সম্পাদ কুণাল ঘোষ-সহ বাকিরাও। তাঁরাও সঙ্গ দেন মমতাকে। 


আরও পড়ুন: Anupam Hazra: স্পেনে রাজ্যের জন্য শিল্পের ঘোষণা সৌরভের, গ্রেগ চ্যাপেলের কাছে ক্ষমা চাইলেন অনুপম হাজরা


এদিন রাস্তায় নেমে স্থানীয়দের সঙ্গে পরিচয়ও সারেন মমতা। শাড়ি পরিহিত মমতাকে দেখে কৌতূহলীদের ভিড় জমে। নিজে থেকেই আলাপ করেন মমতা। হাত তুলে নমস্কার করেন প্রথমে। তার পর জানান, ভারত থেকে এসেছেন। কলকাতায় থাকলেও, রোজ সকালে শরীরচর্চা করেন মমতা। জেলা সফরে অনায়াসে হেঁটে যান মাইলের পর মাইল। মাদ্রিদে গিয়েও তার ব্যতিক্রম হল না। 



রাজ্যে বিনিয়োগ টানতেই ১১ দিনের মাদ্রিদ সফরে গিয়েছেন মমতা। শুক্রবারও সেখানকার শিল্পজগতের ৭২ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী নভেম্বর মাসে হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। মাদ্রিদ থেকে রাজ্য়ে বিনিয়োগে বড় ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শালবনিতে ইস্পাত কারখানায় বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন।


এসবেরই ফাঁকে মাদ্রিদের রাস্তায় খোশ মেজাজে দেখা যাচ্ছে মমতাকে। এর আগেও, সফরের দ্বিতীয় দিনে মাদ্রিদের রাস্তায় জগিং সারেন তিনি। রাস্তায় এক শিল্পীর থেকে চেয়ে অ্যাকর্ডিয়নে সুর তোলেন 'আমরা করব জয়' গানটির। শুক্রবারও ব্যবসায়ী এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনার ফাঁকে পিয়ানোয় 'ফুলে ফুলে ঢলে ঢলে' বাজান তিনি।