কলকাতা: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় 'সম্প্রীতি মিছিলে'র ঘোষণা করেছিলেন। সেই মতো কালীঘাটের মন্দিরে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মা কালীর চরণে পুষ্প নিবেদন করলেন তিনি। পুজো দিলেন, করলেন মন্ত্রপাঠ। কালীঘাটের মন্দিরে এদিন আরতিও করতে দেখা যায় মমতাকে। মায়ের দর্শন সেরে বেরিয়ে 'সম্প্রীতি মিছিলে'র সূচনা করলেন মমতা। (Mamata Banerjee)
রবিবারের 'সম্প্রীতি মিছিলে' শামিল হয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুরা। রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, সুজিত বসুরা। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে পার্ক সার্কাসে গিয়ে শেষ হবে 'সম্প্রীতি মিছিল'। এখনও পর্যন্ত যা খবর, পথে গরচায় গুরুদ্বারে যাবেন মমতা। সেখানে প্রার্থনা সেরে আবার রওনা দেবেন। এর পর যাত্রা এগোবে আবারও। পার্কসার্কাসে পৌঁছে প্রথমে গির্জায় যাবেন, সব শেষে যাবেন মসজিদে। তার পর সভা থেকে বক্তৃতা করারও কথা রয়েছে মমতার। (Sampreeti Michhil)
রবিবার কার্যতই উৎসবমুখর থেকেছে গোটা দেশ। উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হয়েছে। 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। সেই অনুষ্ঠান মিটে যেতেই 'সম্প্রীতি মিছিলে'র সূচনা হল কলকাতা। আগেই যদিও এর ঘোষণা করেছিলেন মমতা। জানিয়েছিলেন, রামমন্দির উদ্বোধনের পাল্টা কিছু করতে চাইছেন না তিনি। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার আগে সর্বধর্ম সমন্বয়ে জোর দিতেই এই উদ্যোগ। (Sampreeti Michhil)
আরও পড়ুন: Suvendu Adhikari: ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল
গত সপ্তাহে এই 'সম্প্রীতি মিছিলে'র ঘোষণা করেন মমতা। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, "২২ জানুয়ারি একটি মিছিল করব আমি, দলের প্রোগ্রাম। নিজে একটা মিছিল করব আমি। প্রথমে নিজে কালীমন্দিরে যাব আমরা। সবাই যাবে না। আমি যাব। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে সভা করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও রয়েছে, সব ছুঁয়ে যাব, সকলকে নিয়ে এই সভা করব। তৃণমূলের সভা, তবে শুভান্যুধায়ী, সাধারণ মানুষও এই সংহতি মিছিলে আসতে পারেন। প্রত্যেক জেলার ব্লকে ব্লকে বেলা ৩টেয় সম্প্রীতি মিছিল হবে।"
আরও পড়ুন: Suvendu Adhikari: ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই সম্প্রীতি মিছিল' কেন, প্রশ্নের জবাবে মমতা বলেন, "কোনও পাল্টা মিছিল করছি না, কোনও প্রতিবাদ করছি না। আমি সাধু-সন্তদের মানি। তাঁদের কথা শুনছি। এ ব্যাপারে একটাই কথা বলতে পারি, ধর্ম যার যার নিজের, উৎসব সকলের। আমি সর্বধর্ম সমন্বয় করছি কারণ, তার পরদিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেটাও ব্লকে ব্লকে পালিত হবে। আমি নেতাজির মূর্তির সামনে থাকব বরাবরের মতো।"
মমতার এই 'সম্প্রীতি মিছিল' পিছিয়ে দিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন মিছিল না বের করে, পিছনোর আর্জি জানানোর পাশাপাশি, রামমন্দির উদ্বোধননের দিন আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি। কিন্তু আদালতে শুভেন্দুর সেই আবেদন খারিজ হয়। আদালত জানায়, রাজ্য পুলিশকেই পরিস্থিতি সামলাতে হবে। সেই সঙ্গে 'সম্প্রীতি মিছিল' সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হওয়া উচিত বলেও জানায় আদালত।