কলকাতা: কেন্দ্র বকেয়া টাকা আটকে রাখলেও, ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই কাজে আরও সাত দিন সময় নিলেন। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ থেকে টাকা দেওয়া হবে বলে জানালেন।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট বক্তৃতা করেন মমতা। সেখানেই বাড়তি একসপ্তাহ সময় নেওয়ার কথা জানান তিনি। মমতা বলেন, "২১ লক্ষ মানুষকে ২১ ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কথা বলেছিলাম আমরা। কিন্তু সমীক্ষা করে দেখা গিয়েছে ১০০ দিনের কর্মীর সংখ্যা ২১ লক্ষ নয়, ২৪ লক্ষ ৫০ হাজার। অ্যাকাউন্ট খুলে প্রসেস করতে আরও এক সপ্তাহ সম লাগবে। তাই ১ মার্চ থেকে টাকা দেব আমরা।" (MGNREGA Dues)
আগামী ১ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না ছাড়লে, আবাস যোজনার আওতায় যাঁদের আবেদন জম পড়ে রয়েছে সেই টাকাও রাজ্য সরকার নিজের রাজকোষ থেকে মিটিয়ে দেবে বলে জানালেন মমতা। তিনি জানিয়েছেন, আবাস যোজনার আওতায় ১১ লক্ষ আবেদন পড়ে রয়েছে। কেন্দ্র না দিলে রাজ্য নিজের থেকে সেই টাকা মিটিয়ে দেবে।
আরও পড়ুন: Mamata Banerjee: সন্দেশখালি RSS-এর ঘাঁটি, বাইরে থেকে লোক এনে অশান্তি, দাবি মমতার
এদিন বিধানসভায় মমতা জানান, গণতনন্ত্রে মানুষই শেষ কথা বলেন, গুন্ডারা নয়। তাঁদের সরকারের দুয়ারে সরকার প্রকল্প সাফল্য পেয়েছে। সেখানে ১১ কোটি মানুষ সমস্যা নিয়ে হাজির হন। এর মধ্যে ৮ কোটি মানুষ উপকৃত হয়েছেন। পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন রাজ্যের ৩ কোটি মানুষ। এই মুহূর্তে রাজ্যের ২ কোটি ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে টাকা পান। আগামী দিনে ৫ লক্ষ বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাঁর সরকার।
এদিন মমতা জানান, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে লাগাতার মা-মাটি-মানুষের জন্য় প্রকল্প এনে গিয়েছেন তাঁরা। শুধুমাত্র নির্বাচনের সময় আবির্ভূত হন না তাঁরা। নির্বাচনের আগে BJP আবারও তলা তলায় উজ্জ্বলা যোজনা নিয়ে ঘরে ঘরে যাচ্ছে বলে অভিযোগ করেন। মমতার দাবি, নির্বাচনের মিটলেই গ্য়াসের দাম আবার ২ হাজার টাকা বাড়াবে। রান্নার গ্যাসের আড়ালে বিনা পয়সার চাল ফুটছে, এই উদাহরণ বিরল বলেও মন্তব্য করেন তিনি।