কলকাতা: 'বদলা (revenge) নয় বলেই আমরা জেনেশুনে ওদের গায়ে হাত দিইনি’, পুজো (durga puja) উদ্বোধনে (inauguration) এসে বামেদের (Left) কড়া আক্রমণ মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)। বললেন, ‘ফাইলের পর ফাইল উধাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দু'একটা পাচ্ছিস কী করে?’ সঙ্গে অভিযোগ, ‘তোমাদের লোকেরা তো এখনও বসে রয়েছে।’
তোপ মুখ্যমন্ত্রীর...
সোমবার আদি বালিগঞ্জের পুজো উদ্বোধনে এসে রীতিমতো কড়া সুর শোনা গেল তৃণমূলনেত্রীর গলায়। বললেন, ‘আমি চাই তারা কাগজ খুঁজে বার করুক, কারণ পুরোটাই ডিজিটাইজ করে দেওয়া হয়েছে।’ এর পর সরাসরি সিপিএমের আইনজীবী সাংসদের দিকে আঙুল তুলতে শোনা গেল তাঁকে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘বিকাশ ভট্টাচার্য মামলা করার আগে যে বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন সেটা বড় স্ক্যাম। সেই কাগজগুলো কোথায়? ভাবছে আমাদের কাছে নেই। আছে আছে। চুপিচুপি দেব। লুকিয়ে লুকিয়ে দেব, যখন চ্যালেঞ্জ করতে শুরু করেছ।’ আসে সারদা কেলেঙ্কারির কথাও। মমতা প্রশ্ন তোলেন, ’কার আমলে এসেছিল সারদা?’ উল্লেখ্য, ৩৪ বছরের বাম শাসনের পর রাজ্যে ২০১১ সালে প্রথম ক্ষমতায় আসে তৃণমূল। একুশের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয় বার ফের সরকার গড়ে তারা। আর এই গত ১১ বছরে বার বার সিপিএমের শাসনকালের সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রী-সহ দলের প্রায় সর্বস্তরের নেতানেত্রীকে।
কী বলল সিপিএম?
তাঁর এদিনের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ’মুখ্যমন্ত্রীর কথার মধ্যে আমি নতুন কিছুই পেলাম না।' সঙ্গে সংযোজন, 'সম্ভবত উনি ঠিক করেছেন রোজই তিন-চার বার করে বস্তাপচা মিথ্যা কথা বলবেন। জল খাবার পূর্বশর্ত এটি। এসব না করে উনি জল খেতে পারছেন না।' তবে মুখ্যমন্ত্রী যে ভাবে 'তুই-তোকারি' করছেন, সেটা বন্ধ করতে আর্জি জানান সুজন। এর পর কটাক্ষ, 'উনি চুপিচুপি, লুকিয়ে লুকিয়ে দেবেন বলছেন। চুপি চুপি তো ওঁর সংসারে টাকা জমেছে। লুকিয়ে লুকিয়ে তো কালিঘাটে ৩৫টি প্লট হয়েছে। বামফ্রন্টের বিরুদ্ধে আপনার যে তথ্যপ্রমাণ রয়েছে, সেটি প্রকাশ্যে পেশ করুন।' কার্যত চ্যালেঞ্জের সুরে সিপিএমের বর্ষীয়ান নেতা জানান, যা প্রমাণ আছে একেবারে প্রচার করে যেন সামনে আনেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তৃণমূল সরকারের তৈরি কমিশনের রিপোর্ট না পেশ করতে পারার কথাও টেনে আনেন সুজন চক্রবর্তী। কেন রিপোর্ট পেশ করতে পারল না সরকার? প্রশ্ন সিপিএম নেতার।