সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য দফতরে হঠাৎ রদবদল। বদলি করা হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (West Bengal CMOH) অজয় চক্রবর্তী (Ajay Chakraborty)। তঁকে উত্তরকন্যার ওএসডি  (অফিসার অন স্পেশাল ডিউটি) করে পাঠানো হল। তাঁর জায়গায় রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী (Siddhartha Niyogi)। আজ-কালের মধ্যেই তিনি দায়িত্ব নিতে পারেন বলে জানা গিয়েছে। 


আচমকাই স্বাস্থ্য অধিকর্তা বদল রাজ্যের


বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিকর্তা বদলির বিষয়টি জানানো হয়। আচমকা এমন সিদ্ধান্ত কেন, তার সপক্ষে যদিও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তবে সূত্রের খবর, রোগী রেফার-সহ একাধিক ইস্যুতে স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের সঙ্গ মতবিরোধ দেখা দেয় তাঁর। তাই আচমকা এই বদলি নিয়ে জল্পনা শুরু হয়েছে। 


আরও পড়ুন: Online Fraud: ই-কমার্স সাইটে ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে খোয়া গেল ১৯ হাজার ৫৯ টাকা!।Bangla News


শুধু স্বাস্থ্য অধিকর্তার বদলিই নয়, এ দিন রাজ্যের স্বাস্থ্য দফতর নিয়োগ বোর্ডেও রদবদল ঘটানো হল। তার নতুন চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়। স্বাস্থ্য নিয়োগ বোর্ডের সদস্যদের রদবদল নিয়েও এ দিন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য স্বাস্থ্য দফতর। 


বদলির সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে


গত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন অজয় চক্রবর্তী। অফিসার অন ডিউটি করে তাঁকে বদলি করা হল। আপাতত শিলিগুড়িতে থাকবেন তিনি। কিন্তু এই বদলি যে রুটিন বদলি নয়, তা স্পষ্টতই দৃশ্যমান। তাই এই নিয়ে নানা জল্পনা কানে আসছে।  


উল্লেখ্য, বছর দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোর রিপোর্টে সব চেয়ে খারাপ ফল করা পাঁচ রাজ্যের মধ্যে ছিল পশ্চিমবঙ্গ। সেই সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল অজয় চক্রবর্তীকে। তিনি জানিয়েছিলেন, ত্রুটি শোধরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।  এর পর চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ লোকেশন জানানোর নির্দেশ দেওয়া ঘিরেও প্রশ্ন ওঠে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন অজয় চক্রবর্তী।