সনৎ ঝা ও মলয় চক্রবর্তী, দার্জিলিং: শিলিগুড়ির (Siliguri) হায়দার পাড়ায় খুন বহুতলের নিরাপত্তারক্ষী। নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন বলে দাবি স্থানীয়দের। মূল অভিযুক্ত সহ ৩ জনকে আটক করে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানা। নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন কিনা খতিয়ে দেখছে পুলিশ। 


নেশার ঘোরে একে অপরের ওপর চড়াও!কিছুক্ষণ হাতাহাতি পর এলোপাথাড়ি ছুরির কোপ! শিলিগুড়ির (Siliguri) হারদার পাড়ায় বচসার জেরে খুন বহুতলের নিরাপত্তারক্ষী। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ১১টা। স্থানীয় সূত্রে খবর, হায়দার পাড়ার একটি আবাসনের নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলায় জড়ান স্থানীয় এক রিকশচালক। 


দু’জনের মধ্যে প্রথমে শুরু হয় হাতাহাতি। তারপরই পকেট থেকে ছুরি বের করে নিরাপত্তারক্ষীর পেটে একের পর এক কোপ বসান রিকশচালক। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিনয় কুমার নামে বিহারের বাসিন্দা ওই নিরাপত্তারক্ষী।


আরও পড়ুন: Mahua Moitra : ' দলকে সামনে রেখে তোলাবাজি নয় ’ কড়া বার্তা এবার মহুয়া মৈত্রর


আরও পড়ুন: Bolpur: বোলপুরে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ, গ্রেফতার প্রোমোটার সহ ৭


স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Zila Hospital) নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়ির হায়দার পাড়ার ওই আবাসনের মধ্যে বহুদিন ধরেই নেশার চক্র বসে। 


শিলিগুড়ির হায়দার পাড়ার বাসিন্দা প্রশান্ত কুমার বর্মনের কথায়, আবাসনে দীর্ঘদিন ধরে নেশার চক্র চলছে। নিরাপত্তার অভাব বোধ করছি। কাউন্সিলর ব্যবস্থা নিক। এলাকার নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।


শিলিগুড়ি পুরসভা ৪০ নং ওয়ার্ডের তৃণমূল (TMC) নেতা ও কাউন্সিলর মুন্না প্রসাদের জানিয়েছেন, সবে দায়িত্ব নিয়েছে। বিষয়টি আমার কানে এসেছে। কী হয়েছে দেখছি। পুলিশকে বলেছি এধরনের ঘটনা আর যাতে না হয়।


নেশার ঠেকে ঝামেলার জেরেই খুন হতে হল আবাসনের নিরাপত্তারক্ষীকে? ভক্তিনগর থানা সূত্রে খবর, অভিযুক্ত রিকশচালক ও তাঁর ২ সঙ্গীকে পাকড়াও করে তদন্ত শুরু করেছে পুলিশ।