প্রকাশ সিনহা, কলকাতা: কয়লাপাচারকাণ্ডে (Coal Scam) সিবিআইয়ের (CBI) চার্জশিটে (Chargesheet) ৪১জনের নাম পেশ করল সিবিআই। সিবিআইয়ের চার্জশিটে অনুপ মাজি ওরফে লালার নাম। চার্জশিটে বিনয় মিশ্র, বিকাশ মিশ্র, গুরুপদ মাজি, জয়দেব মণ্ডল।                               


এছাড়াও সিবিআইয়ের চার্জশিটে ইসিএলের বর্তমান-প্রাক্তন ৮ কর্তারও নাম। সিবিআইয়ের চার্জশিটে ১০টি সংস্থা, ১২টি মাইনিং সংস্থার নামও রয়েছে। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে প্রথম চার্জশিট, এমনটাই সূত্রের খবর। কোন কোন প্রভাবশালীর কাছে গিয়েছিল পাচারের টাকা? জানতে চায় সিবিআই, খবর।                             


সম্প্রতি কয়লা মাফিয়ার পর এবার সিবিআইয়ের (CBI) জালে ধরা হয়েছিল কোল কর্তাদের। সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান জিএম এসসি মৈত্র, সিবিআইয়ের জালে ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক। ইসিএলের প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায়, ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাস। মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসিএলের ম্যানেজার মুকেশ কুমার, দেবাশিস মুখোপাধ্যায়, রিঙ্কু বেহারা নামে ইসিএলের আরও ২ কর্মীকে।                                                          


আরও পড়ুন, স্কুলে শিক্ষক মাত্র ২, বিনা বেতনে ছাত্রীদের পড়াতে এগিয়ে এলেন গ্রামবাসীরাই


সিবিআই সূত্রে দাবি, ‘কর্মী-অফিসারদের মদতেই কয়লা পাচার, প্রতি মাসে আসত মোটা টাকা। প্রচুর টাকার বিনিময়ে দিনের পর দিন বেআইনিভাবে কয়লা পাচার চলত। জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে মেলেনি কোনও সদুত্তর, অভিযুক্তদের বাড়িতে তল্লাশি অভিযানে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, আগেই গ্রেফতার কয়লা মাফিয়া নারায়ণ নন্দ, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল, গুরুপদ মাজি।