শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ডিএ-র দাবিতে ধর্মঘট (DA Strike) বানচাল করতে কোচবিহারে তৃণমূল শিবিরে দিনভর তৎপরতা। স্কুলে গিয়ে প্রচ্ছন্ন শাসানি দিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের প্রতি কটাক্ষ ছুড়ে দিলেন জেলা তৃণমূল (TMC) সভাপতি। কোথাও আবার অফিস খুলে দিলেন ডাকসাইটে তৃণমূলনেতা। যদিও আন্দোলনকারীদের দাবি, ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে।


স্কুলে ঢুকে খোদ মন্ত্রীর প্রচ্ছন্ন শাসানি ! মন্ত্রীর সামনেই স্কুলের টিচার্সরুমে শিক্ষিকাদের ওপর হম্বিতম্বি তৃণমূল নেতার। ডিএ-র দাবিতে ধর্মঘটের দিন এমনই ছবি দেখা গেল কোচবিহারের দিনহাটার জ্ঞানদাদেবী হাইস্কুলে। বকেয়া-সহ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে ধর্মঘট সফল করতে শুক্রবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘিতে পথে নামেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের ধর্মঘট বানচাল করতে শাসকশিবিরের তৎপরতাও ছিল তুঙ্গে। রাস্তায় দাঁড়িয়ে ধর্মঘটীদের মিছিলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, আস্তে যান। সবাই ভাল থাকবেন। কাজে যোগ দিন। ২০১১ সাল পর্যন্ত যারা কিনা ডিএ পেন্ডিং রেখে গেছে, তারা মিছিল করছে ডিএ-র জন্য! দেখে হাসছে মানুষ।


স্কুলে ধর্মঘট রুখতে ময়দানে নামেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটার জ্ঞানদাদেবী হাইস্কুলে শিক্ষিকাদের সতর্ক করে দেন তিনি। যেখানে প্রচ্ছন্ন শাসানির সুরে তিনি বলেন, এই জিনিস হবে না। আপনাদের কী দাবিদাওয়া আছে, আপনারা মাঠে গিয়ে করুন। কিন্তু স্কুলে এসে ছাত্রছাত্রীদের বঞ্চিত করে, পড়াশোনা বন্ধ করে এসব করতে দেব না। ডিএ ধর্মঘটে কোনও সরকারি কর্মী অফিসে না এলে, রাজ্য সরকারের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূলও। বৃহস্পতিবার বিডিও অফিসে ঢুকে এই হুমকি দিতে দেখা গিয়েছিল যাঁকে, দিনহাটা শহরের সেই ব্লক তৃণমূল সভাপতি বিশু ধরকে এদিনও জ্ঞানদাদেবী হাইস্কুলে মন্ত্রীর পাশে দাঁড়িয়ে শিক্ষিকাদের শাসাতে দেখা গিয়েছে। দিনহাটা হাইস্কুলে গিয়েও হাজিরাখাতা খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। শিক্ষকদের ক্লাসে যাওয়ার নির্দেশ দেন তিনি।


কোচবিহার শহরে নিবন্ধীকরণ দফতরে ধর্মঘটের সমর্থনে ফ্লেক্স লাগিয়ে বন্ধ রাখা হয়েছিল গেট। তৃণমূল নেতা ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্য়ক্ষ আব্দুল জলিল আহমেদ সেই ফ্লেক্স সরিয়ে অফিসের গেট খুলে দেন। যদিও আন্দোলনকারীদের দাবি, এসব ধমকানি, চমকানি উড়িয়ে ধর্মঘটে সর্বাত্মক সাড়া মিলেছে। সবমিলিয়ে ডিএ ইস্যুতে ধর্মঘট ঘিরে সরগরম হয়ে রইল কোচবিহার।


আরও পড়ুন- বুকের বাঁদিকে গভীর ক্ষত চিহ্ন, উত্তর দিনাজপুরে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার তৃণমূল নেতা