আশিস বাগচী, নওদা (মুর্শিদাবাদ); মুর্শিদাবাদের (MUurshidabad) নওদায় (Nowda) বোমা বিস্ফোরণ। মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক একজন। নওদার মধুপুরের ডাঙাপাড়া এলাকায় চাষের জমিতে গতকাল বিস্ফোরণ হয়। পরপর ২টি বিস্ফোরণের শব্দ হয় বলে দাবি স্থানীয়দের। মৃত্য়ু হয় মেজবুল শেখ নামে এক ব্য়ক্তির। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যদিও এই দাবি মানতে নারাজ, নিহতের ছেলের। তাঁর দাবি, পুরনো শত্রুতার জেরেই বোমা মেরে হামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। 


সাগরদীঘি (Sagardighi) উপনির্বাচনের রেশ এখনও কাটেনি, এরইমধ্যে মুর্শিদাবাদের বোমা-বারুদের আস্ফালন! ওদায় বিস্ফোরণ কাড়ল তরতাজা প্রাণ! ঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক! বৃহস্পতিবার রাত, ঘরির কাঁটায় প্রায় ১০টা স্থানীয়দের দাবি, নওদার মধুপুরের ডাঙাপাড়ায়, চাষের জমিতে আচমকা বিকট শব্দ শোনা যায়। একবার নয়, একাধিকবার বিস্ফোরণের শব্দ হয় বলে দাবি। ক্ষেতে গিয়ে দেখা যায়, বিস্ফোরণস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন, স্থানীয় বাসিন্দা, মেজবুল শেখ সহ ২ জন।


আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, পেশায় ব্য়বসায়ী, মেজবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে (Murshidabad Medical College) মৃত্য়ুর সঙ্গে পা়ঞ্জা লড়ছেন অপরজন। চাষের ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা বাঁধার সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের দাবি, বোমা বাঁধতে গিয়েই এই ভয়ঙ্কর ঘটনা।  যদিও এই দাবি মানতে নারাজ নিহতের পরিবার। তাঁদের দাবি, খুনের উদ্দেশ্য়েই বোমা ছোড়া হয়েছিল। 


আর মৃত্য়ুর পর, ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, বিস্ফোরণে নিহত ও আহত দুজনেই শাসকদলের সক্রিয় কর্মী। বোমা বাঁধার কথাও কার্যত মেনে নিয়েছেন তিনি। তুঙ্গে রাজনৈতিক তরজা তৃণমূলকে নিশানা বিরোধীদের। জবাব দিয়েছে তৃণমূলও। এদিকে, এই ঘটনায় নওদা থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। পুলিশ সূত্রে খবর, নওদা থানার ওসিকে তলব করেছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। 


আগেও বোমা উদ্ধার: এর আগেও মুর্শিদাবাদে (Murshidabad) উদ্ধার হয়েছিল তাজা বোমা। ফরাক্কার জোরপুকুরিয়া এলাকায় পরিত্যক্ত বাড়ির পিছনে কন্টেনারে বোমা রাখা ছিল। গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা জানতে পেরে থানায় খবর দেন। ফরাক্কা থানার পুলিশ এসে বোমা বোঝাই কন্টেনার উদ্ধার করে। বম্ব ডিসপোজাল স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করা হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।