কলকাতা : সংক্রমণ চিত্রে অল্প স্বস্তি, কিন্তু উদ্বেগের কালো মেঘ বহাল মৃত্যু-পজিটিভিটি রেটে। গতকালের মতোই, রাজ্যে একদিনে করোনায় (Corona) তিরিশের উপরেই মৃত্যু। তবে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) বুলেটিন জানাচ্ছে, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত একলাফে কমল ৬ হাজার। সোমবার (১৭ জানুয়ারি) প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজার ৩৮৫জন, ৩৩জনের মৃত্যু। আর এই মুহূর্তে রাজ্যে করোনার পজিটিভিটি রেট (Positivity Rate) ২৬ শতাংশ। গতকালের থেকে বেশ কিছুটা কমে, গত ২৪ ঘণ্টায় করোনা টেস্টের সংখ্যা ৩৫ হাজার ৫১৫।


রাজ্যে দৈনিক মৃত্যু শীর্ষে উঃ ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা (Kolkata)। কলকাতায় একদিনে করোনায় ৭জনের মৃত্যু। কলকাতায় একদিনে ১ হাজার ৮৭৯জন করোনা আক্রান্ত। উঃ ২৪ পরগনায় (North 24 parganas) একদিনে করোনায় ১১জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৮৬৩জন সংক্রমিত। রাজ্যে দৈনিক করোনা টেস্ট কমল ১৮ হাজার। হাওড়ায় (Howrah) একদিনে ৪৭৯জন করোনা আক্রান্ত, ৫জনের মৃত্যু।


প্রসঙ্গত, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছিলেন ১৪ হাজার ৯৩৮ জন। তৃতীয় ঢেউয়ে (Third Wave) রাজ্যে একদিনে মৃত্যু হয়েছিল ৩৬ জনের। একধাক্কায় শনিবারের থেকে প্রায় ১০ হাজার কমে ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছিল ৫৩ হাজার ৮৭৬টি। আর সোমবারের বুলেটিন অনুযায়ী, সেই পরীক্ষাটা আরও প্রায় ১৮ হাজার কমে গিয়েছে এক ধাক্কায়। প্রসঙ্গত, রবিবার রাজ্যের একাধিক সরকারি করোনা স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র বন্ধ থাকে, যেটা একধাক্কায় পরীক্ষা কমার অন্যতম কারণ বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।



এদিকে, করোনা-আবহে উদ্বেগ বাড়িয়ে এদিনই দেশে দৈনিক মৃত্যুর হার বেড়েছে প্রায় ২০ শতাংশ। যদিও ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমেছে প্রায় ১৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রমিত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। গতকালের তুলনায় কমল ওমিক্রন সংক্রমণও। গতকালের ২৭ শতাংশ থেকে কমে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ। 


আরও পড়ুন- কলকাতায় টিকা না নেওয়া লোকেদের খোঁজ, কনটেনমেন্ট জোন বেড়ে ৩৩, জানালেন ফিরহাদ হাকিম