প্যারিস: ভ্যাকসিন না নেওয়া। ফর্মে ভুল তথ্য দেওয়া। করোনা আক্রান্ত হয়ে ইন্টারভিউ দেওয়া, গত কয়েক সপ্তাহে একের পর এক বিতর্কে জড়িয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন এবার খেলা হচ্ছে না নোভাক জকোভিচের। তাঁকে দেশে ফেরত পাঠিয়েছে অস্ট্রেলিয়া সরকার। কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এক হুঁশিয়ারি সার্বিয়ান টেনিস তারকার জন্য। ফরাসি ক্রীড়ামন্ত্রকের তরফে বলা হয়েছে যে কোভিডের ভ্যাকসিন না নিলে ফরাসি ওপেনেও খেলতে দেওয়া হবে না বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। অস্ট্রেলিয়া সরকার যে পথে হেঁটেছে, সেই পথই অনুসরণ করতে চাইছে ফরাসি সরকার। 


ফরাসি ক্রীড়ামন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ''নিয়ম খুব পরিষ্কার। আইন জারি হওয়ার পর হেকে ভ্যাকসিনেশোন শুরু হবে। ক্রীড়াব্যক্তিত্ব হোক বা দর্শক সবাইকেই ভ্যাকসিন নিতে হবে। ফরাসি ওপেন হয় মে মাসে। ততদিনে পরিস্থিতি বদলে যেতে পারে। সেদিকেও লক্ষ্য রাখব আমরা। কিন্তু এটুকু নিশ্চিত ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।''


এদিকে, এবারের অস্ট্রেলিয়া ওপেন খেলা হল না নোভাক জকোভিচের। ৯ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নের কাছে এবার সুযোগ ছিল পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হওয়ার। কিন্তু টিকা বিতর্কে বাতিলই হয়ে গেল জকোভিচের ভিসা। প্রত্যার্পণ বাতিলের আবেদন খারিজ করে দিল অস্ট্রেলিয়ার আদালত। নোভাক জকোভিচকে সার্বিয়া ফেরত পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বের এক নম্বর  তারকাকে ছাড়াই হবে অস্ট্রেলিয়ান ওপেন। 


গত রবিবার বিচারকরা অস্ট্রেলিয়ায় (australia) থাকার জন্য টেনিস তারকা নোভাক জোকোভিচের শেষ আবেদন প্রত্যাখ্যান করেন। অস্ট্রেলিয়া সরকারের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল রেখেছে ফেডারেল কোর্ট। সেদিন সকালে অস্ট্রেলিয়ার সীমান্ত বাহিনীর আধিকারিকদের তত্বাবধানে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে সলিসিটারের অফিসে নিয়ে আসা হয়। এরপর অনলাইনে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে এই মামলার শুনানি হয়। ৩ বিচারকের প্যানেল ছিল রবিবার এই মামলার শুনানিতে। নোভাকের আইনজীবীর বক্তব্য ছিল যে অস্ট্রেলিয়া সরকার যে যুক্তিতে তাঁকে আটকে রেখেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু শেষ পর্যন্ত টিকা-বিতর্কে বাতিলই হয়ে গেল জকোভিচের ভিসা।