এর আগে গত বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় ৪৮ বছরের বাবুলাল সিংহ নামে এক ব্যক্তির। উত্তর কলকাতার হাতিবাগান এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পেশায় ইলেকট্রিশিয়ান। মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ডেথ সার্টিফিকেটে কোভিড 19 নিউমোনিয়া এবং সেপটিক শকের উল্লেখ রয়েছে। মৃতের পরিবার সূত্রে দাবি,সম্প্রতি ডায়েরিরার উপসর্গ নিয়ে ৫ দিন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন এই ব্যক্তি।ছাড়া পেয়ে বাড়িতে ২ দিন থাকার পর ফের ডায়েরিয়া হয়। এবার তাঁকে মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই মঙ্গলবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে বাবুলাল সিংহের। বুধবারই তাঁকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় ওই ব্যক্তির।