লন্ডন: আর দিনকয়েকের অপেক্ষা, তারপরে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা হতে চলেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, আর অশ্বিনের অবসরের পর খেলতে নামবে ভারত, তাও আবার নতুন অধিনায়ক শুভমন গিলের তত্ত্বাবধানে। স্বাভাবিকভাবেই নতুন জমানার শুরুটা কেমনভাবে হবে সেই দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।

সেই সিরিজ়ের বহু আগেই ভারত দিন চারেক আগে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। অনুশীলনেও নেমে পড়েছেন টিম ইন্ডিয়ার তারকারা। সোমবার ভারতীয় দলের অনুশীলনের ভিডিও পোস্ট করেছিল বিসিসিআই। তবে মাত্র দুই দিনের অনুশীলনের পরেই মঙ্গলবার, ১০ জুন শুভমন গিল, ঋষভ পন্থদের অনুশীলনে দেখা গেল না। এর কারণটা ঠিক কী?

আসলে দুই দিনের কড়া অনুশীলনের পর ভারতীয় দলের তারকাদের টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়েছিল। সেই কারণেই বুধবার, কোনও ভারতীয় তারকারা অনুশীলন করেননি। তবে বুধবার, ১১ জুন আবার ইংল্যান্ডে সকাল ৯.৩০টার সময়ই ভারতীয় দলের অনুশীলন নির্ধারিত করা হয়েছে। 

প্রসঙ্গত, এই সিরিজ়েই প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিংহ। আইপিএলে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। এবার টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে। আইপিএল থেকে টেস্ট ম্যাচ, পরিবর্তনটা সহজ নয়। লম্বা ফর্ম্যাটের জন্য নিজের শরীরকে প্রস্তুত করা লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়াটা আপাতত অর্শদীপদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই অনুশীলন সারছেন তিনি। ২৬ বছর বয়সি বাঁ-হাতি বোলার নেটে দলের টপ অর্ডার ব্যাটারদের বিরুদ্ধে লাল বলে বোলিং করাটা বেশ উপভোগ করেছেন বলেই জানান তিনি। 

 

বিসিসিআইয়ের আপলোড করা ভিডিওতে অর্শদীপ বলেন, 'ব্যাটারদের বিরুদ্ধে এই অনুশীলন সেশনে বেশ প্রতিদ্বন্দ্বিতা চলছিল। বোলার হিসাবে আমাদের পরিকল্পনা করেই তো ব্যাটারদের আউট করতে হয়। আমরা চ্যালেঞ্জটা বেশ উপভোগই করছিলাম। সাই প্রথমবার দলে যোগ দিয়েছে, ওকে বেশ মজবুত দেখায়। অধিনায়ক ভাল ছন্দে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে ধারটাও বাড়বে আমাদের এবং আশা করছি ব্যাটারদের আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারব।'

ইংল্যান্ডের বিরুদ্ধে মূল সিরিজ়ে নামার আগে ভারতীয় দল শুক্রবার ১৩ জুন থেকে এক আন্তঃদলীয় ম্যাচ খেলবে। সেই ম্যাচেই শুভমন গিল, অর্শদীপরা নিজেদের ঝালিয়ে নেওয়ার আরকটু সুযোগ পেতে চলেছেন।