কলকাতা : বাংলায় করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা ছাড়িয়ে গেল ১৮ হাজারের গণ্ডি। একদিনে আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতাতেও (Kolkata Corona Update) করোনা গ্রাফও উর্ধ্বমুখী। আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৮৪ জন। মৃত ৭। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিও।


করোনায় দৈনিক সংক্রমণে কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ১০ জানুয়ারি থেকে পুর-এলাকার সমস্ত বাজার, দোকান সপ্তাহে তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কামারহাটি পুরসভা।


করোনা ঠেকাতে তত্পর প্রশাসন। বারুইপুর পুরসভা এলাকায় সমস্ত দোকান, বাজার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত। সকাল থেকে দোকানপাট খোলেনি। রাস্তায় লোকজনও অন্যদিনের তুলনায় কম।

আরও পড়ন :


দ্বিতীয়বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু


 অন্যদিকে রথতলা, বেলঘরিয়া সহ কামারহাটি পুরসভার ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের বাজার বন্ধ থাকবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।


অন্যদিকে পূর্ব বর্ধমানে, উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৩ হাজার ১১৮। সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে কামারহাটি, আড়িয়াদহ, দক্ষিণেশ্বরের দোকান-বাজার প্রতি সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। অন্যদিকে রথতলা, বেলঘরিয়া সহ কামারহাটি পুরসভার ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের বাজার বন্ধ থাকবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার।


অন্যদিকে, ২ দিন বন্ধ থাকার পর, রাজপুর-সোনারপুর পুর-এলাকায় বাজার খুলতেই চেনা ছবি। মাস্ক ছাড়াই পথে মানুষ। ফের সোম ও মঙ্গলবার বাজার বন্ধ রাখার কথা। যদিও বাজারে চলছে লাঠিধারী পুলিশের টহলদারি। 

এই পরিস্থিতিতে সুযোগ পেলেই মাস্ক ছাড়াই পথে বেরিয়ে পড়ছেন মানুষ। বেলাগাম করোনা, বেপরোয়া মানুষ। মাস্ক না পরার অজুহাতেরও অন্ত নেই। শনিবার সকালে কলকাতার বিভিন্ন বাজারে দেখা গেল বিধিভঙ্গের ছবি। কেউ বলছেন দোকানে ধূপ জ্বালাচ্ছিলাম। আবার কেউ বলছেন, পুজো করছিলাম। বাজারে মাস্ক পরা নিয়ে নানা অজুহাত ব্যবসায়ীদের। বাজারে এসে আতঙ্কিত ক্রেতারা। একে ভিড়, তায় ব্যবসায়ীদের অনেকেরই মুখে মাস্ক নেই। সংক্রমণের আশঙ্কায় ক্ষুব্ধ ক্রেতারা।