কলকাতা : কনকনে শীতের মধ্যেই রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি। আগামী দু’দিন রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ফলে কমবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই পৌষের শেষে রাজ্যে এই অকাল বর্ষণ। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গল ও বুধবার বৃষ্টি হতে পারে কলকাতায়। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। তাই ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি
- পৌষ সংক্রান্তির সময় বৃষ্টির সম্ভাবনা
- হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
- ১১ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
- ১২ জানুয়ারি থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
- রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেক বেশ থাকার সম্ভাবনা