কলকাতা: রাজ্যে কিছুটা কমল করোনায় (Coronavirus)  দৈনিক সংক্রমণ (Daily Corona Cases), তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। রাজ্যে টানা ১৭ দিন ধরে করোনায়  দৈনিক মৃত্যুর সংখ্যা তিরিশের ওপরেই রয়েছে। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (Department of Health & Family Welfare Govt. of West Bengal)  পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে।  কলকাতায় একদিনে ৫ জনের মৃত্যু। গত একদিনে কলকাতায় ১৭৯ জন করোনা আক্রান্ত। ২ মেদিনীপুরে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে।  দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় মৃত ২।  গত একদিনে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ১,৯১০।গতকালের তুলনায় অনেকটা কমল টেস্ট, কমল পজিটিভিটি রেট-ও।


গত একদিনে সংক্রণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৭২৭। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২৫ হাজার ৭০৯ জন।


রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৪৯ হাজার ১৮৮। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬১৯। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। মৃত্যুর হার ১.০৩ শতাংশ। গতকাল ৩৪ হাজার ৮১৭ নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভিটি হার ৫.৪৯ শতাংশ।


উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্তর সংখ্যা ২৩৩। কলকাতায় ১৭৯ এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩১। হুগলিতে একদিনে আক্রান্তের সংখ্যা ১৪১। হাওড়াতে এই সংখ্যা ৬৪। পূর্ব বর্ধমানে গত ২৪ ঘণ্টায়  আক্রান্তের সংখ্যা ৫৮, পশ্চিম বর্ধমানে ৩৯। পশ্চিম মেদিনীপুরে একদিনে আক্রান্তর সংখ্যা ৭১, পূর্ব মেদিনীপুরে ২২। বীরভূমে একদিনে আক্রান্তর সংখ্যা ৯৫। বাঁকুড়ায় এই সংখ্যা ৬১। নদিয়াতে একদিনে আক্রান্তর সংখ্যা ১৩৭।


কোচবিহারে একদিনের করোনা আক্রান্তের সংখ্যা ১৪০। কালিম্পংয়ে এই সংখ্যা ১। জলপাইগুড়িতে একদিনে করোনা আক্রান্ত ৯৭। দার্জিলিংয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ১৫০। মালদায় এই সংখ্যা ৬৫।