কলকাতা:  রাজ্যে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের  ( West Bengal Coronavirus Update) সংখ্যা গতকালের তুলনায় সামান্য বেড়েছে। তবে মৃতের সংখ্যা গতকালের মতো দুই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুয়ায়ী, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৮। শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ১০৬। গতকালের মতো এদিনও গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু ঘটেছে। গত ৭ মার্চ পর্যন্ত আগের কয়েকটি দিন রাজ্যে করোনায় মৃত্যু শূন্যে নেমে এসেছিল। কিন্তু ৮ মার্চের পরিসংখ্যানে, দৈনিক মৃত এক বলে জানানো হয়েছিল। 


শুক্রবারের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর মোট সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ২৯৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৫৭০। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০৬। অর্থাৎ, আক্রান্ত ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা একই। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ১৮৬। রাজ্যে মৃত্য়ু হার ১.০৫ শতাংশ।
শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৯৪ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ।  সব মিলিয়ে রাজ্যে এখন অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ হাজার ৫৪২।এরমধ্যে বাড়িতে আইসোলেশনে থাকার সংখ্যা ১,৪৩০। হাসপাতালে চিকিৎসাধীন ১১২ জন আক্রান্ত। সেফ হোমগুলিতে কোনও করোনা আক্রান্ত নেই। 


উল্লেখ্য,   দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের আড়াইশো পার করেছে। তবে কমেছে দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ১৮৪।   দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০৪।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৭১৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৮৪ হাজার ২৬১।