কলকাতা: গতকালের তুলনায় রাজ্যে সামান্য কমল দৈনিক সংক্রমণ। তবে এখনও ২ হাজারের কোটাতেই সংক্রমণ। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ২,২৩৭ জন। এ নিয়ে রাজ্যে মোট সংক্রমণ দাঁড়ালো ২০,৮১,৭২৮। রাজ্য সরকারের হিসেবে রাজ্যে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। শুক্রবার প্রকাশিত বুলেটিন বলছে এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ৬ জনের। উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৩,২৫৮ জন। 


 






দেশে করোনায় দৈনিক সংক্রমণ প্রায় ২২ হাজার ছুঁইছুঁই।  বাড়ল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৮০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৫৬৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৯৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৮ লক্ষ ৪৭ হাজার ৬৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৮০ হাজার ২৯৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ৭৬ লক্ষ ২৮ হাজার ৯৫৮।


দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৫৬৬ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬৩০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৮ লক্ষ ৪৬ হাজার ৭৫১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৪৮২।