কলকাতা: ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। রাজ্যে ফের দৈনিক করোনা সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই। রাজ্যে করোনায় একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৯৭৯ জন। রাজ্যে করোনায় পজিটিভিটি রেট বেড়ে ১৯ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৬৬১ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬৫৫ জন। 


 






দেশে করোনা সংক্রমণ: এক ধাক্কায় দেশে করোনায় (India Corona) দৈনিক সংক্রমণ অনেকটা বাড়ল। সেইসঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid19) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৬১৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (India Corona) মৃত্যু হয়েছে ৪৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৬৯ হাজার ৮৫০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৫৫ হাজার ৪৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৭৪ লক্ষ ৫১ হাজার ৬৮৫।


আরও পড়ুন: Chitpur Railway Overbridge: আজ থেকে চিত্‍পুর রেল ওভারব্রিজে বাসে যেতে পারবেন না, বিকল্প রুট কী?