কলকাতা: রাজ্যে প্রায় একই জায়গায় রইল কোভিড গ্রাফ (West Bengal Covid Update)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত (New Cases) হয়েছেন ২৩২ জন। মৃতের সংখ্যা ৩।
রাজ্যের কোভিড গ্রাফ
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৩২ জন। গতকাল সেই সংখ্যা ছিল ২৫২ জন। গতকাল রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ২। আজ সেই সংখ্যা সামান্য বেড়ে ৩।
এই পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ লক্ষ ৬ হাজার ১৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হল ২১ হাজার ৫৪৫। রাজ্যের সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৬৫ জন।
দেশের করোনা আপডেট
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৭২৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। এখনও পর্যন্ত দেশে করোনায় (Covid19) মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৫৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৮৯ হাজার ১৭৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry Of Health & Family Welfare) শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯০ হাজার ৭০৭। একদিনে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ। দৈনিক অ্যাক্টিভ কেসের (Active Case) হার ২.৪৩ শতাংশ। সাপ্তাহিক অ্যাক্টিভ কেসের হার ৩.০২ শতাংশ।
আরও পড়ুন: Hypothyroidism : বাড়ছে ওজন ? অসম্ভব ক্লান্তি ? আর কোন কোন লক্ষণ দেখলেই থাইরয়েড পরীক্ষা করাবেন ?
দেশের করোনা পরিস্থিতি:
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল১০ হাজার ৭২৫ জন।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের।
- দেশে একদিনে বেড়েছে মৃতের সংখ্যা
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৫৬ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৮৯ হাজার ১৭৬।