কলকাতা: রাজ্যে (West Bengal) আজও দুই-এর কোটায় করোনা সংক্রমণ (Covid-19), বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিন (Department of Health & Family Welfare) অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৪৬ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১৪,৩০৭ জন। আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ (Active Covid Cases) রোগীর সংখ্যা ২,১৬২ জন। 


এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২১,১৬৫ জন। পাশাপাশি সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭২৬ জন। এই নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৯,৯০,৯৮০ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।  সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। শহরে একদিনে আক্রান্ত ৫০ জন।


 






দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু (Death)। যদিও খানিক কমল দৈনিক আক্রান্তের (Covid cases) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। গতকাল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ হাজার ৯ জন।


দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। গতকালের থেকে বেশ খানিকটা কমই এই সংখ্যা। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১০২ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জনের। দেশে এযাবৎ করোনাকে জয় করে সেরে উঠেছেন সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৩৮৫ জন।