কলকাতা: গতকালের তুলনায় আজ রাজ্যে (West Bengal) বাড়ল করোনার দৈনিক সংক্রমণ (Covid Graph)। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ২১০ জন। আজ রাজ্যে করোনা সংক্রমিত হলেন ২৫৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে হল ২১,০৭, ৫১৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১০ জন। এখনও পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন মোট ২০, ৮৩,৬৮৪ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২১,৪৭০ জন। 



দেশে করোনায় দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যুর সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৯৪৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৯৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লক্ষ ৪২ হাজার ৫০৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৪ লক্ষ ৯৭ হাজার ৬১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৩৬ লক্ষ ৩৫ হাজার ২৭৬।


উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি: আবার প্রাণ কাড়ল ডেঙ্গি। মশাবাহিত রোগে মৃত্যু হল, উত্তরপাড়ার বাসিন্দা, ৩৭ বছরের যুবকের। শোকে স্তব্ধ পরিবার। হুগলিতে হুহু করে বাড়ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরে, হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৫০জন। কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও অবধি শহরে ডেঙ্গি আক্রান্ত সাড়ে পাঁচশোর বেশি। ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। এই পরিস্থিতিতে মশাবাহিত রোগ প্রতিরোধে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।